Saturday 21 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভালো শুরুর পরও রানপাহাড়ে চাপা পড়ল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৪ ২২:০৩ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৪৭

আগে বোলিং করতে নেমে শুরুটা দুর্দান্ত হয়েছিল বাংলাদেশের। প্রথম তিন ওভারে ভারতের দুই ওপেনারকে ফিরিয়ে দেয় বাংলাদেশ। পাওয়ার প্লের শেষ ওভারে অধিনায়ক সূর্যকুমার যাদবকে ফিরিয়ে ভারতের চাপ বাড়িয়েছেন মোস্তাফিজুর রহমান। তবে সেই চাপটা পরে আর অব্যাহত রাখতে পারেনি বাংলাদেশি বোলিং আক্রমণ।

পরে ভারত উল্টো প্রতি আক্রমণে বাংলাদেশকে রান পাহাড়ে চ্যাপ্টা করেছে। চতুর্থ উইকেটে রিংকু সিংকে নিয়ে দুর্দান্ত একটা জুটি গড়েন ক্যারিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামা নিতিশ কুমার রেড্ডি। হার্দিক পান্ডিয়া আজও রান পেয়েছেন। সব মিলিয়ে বিশাল স্কোরই গড়েছে ভারত।

বিজ্ঞাপন

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২১ রান তুলেছে ভারত। ৩৪ বলে ৭৪ রান করেছেন নিতিশ কুমার। বাংলাদেশের হয়ে অসাধারণ বোলিং করেছেন তাসকিন আহমেদ। ৪ ওভারে মাত্র ১৬ রান করে দুই উইকেট নিয়েছেন তাসকিন। রিশাদ তিন উইকেট পেলেও ৪ ওভারে খরচ করেছেন ৫৫ রান।

বুধবার (৯ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বোলারদের হাতে বল তুলে দিয়ে যে শান্ত ভুল করেননি সেটা প্রমান হয়েছে দ্রুতই। ইনিংসের দ্বিতীয় ওভারে তাসকিন আহমেদের গতির তারতম্য ধরতে না পেরে শান্তর হাতে ক্যাচ তুলে দেন সাঞ্জু স্যামসন (৭ বলে ১০ রান)।

পরের ওভারে তানজিম হাসান তামিমের অফস্ট্যাম্পের বাইরের বল স্ট্যাম্পে টেনে এনে বোল্ড হয়েছেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা। ফিরেছেন ১১ বলে ১৫ রান করে। পাওয়ার প্লের শেষ ওভারে মোস্তাফিজুর রহমানের স্লোয়ার কাটারের জবাব দিতে পারেননি ভারতের শীর্ষ টি-টোয়েন্টি ব্যাটার সূর্যকুমার যাদব। সরাসরি ক্যাচ তুলে দেন মিড অফে শান্তর হাতে। ১০ বলে ৮ রান করে ফিরেছেন ভারতীয় অধিনায়ক।

বিজ্ঞাপন

এর পরপর তরুণ নিতিশ কুমার রেড্ডির হাফ চান্স ক্যাচ ছেড়েছেন উইকেটরক্ষক লিটন দাস। সেই ভুলের প্রাশ্চিত্ব করতে হচ্ছে বাংলাদেশকে। রিংকু সিংকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেট জুটিতে দুর্দান্ত একটা জুটি গড়েছেন নিতিশ।

বাংলাদেশি বোলারদের ওপর পাল্টা আক্রমণ করেন দুজন। চতুর্থ উইকেট জুটিতে মাত্র ৪৯ বলে ১০৮ রান তোলেন দুজন। ২৪ বলে ফিফটি পূর্ণ করা নিতিশ কুমার মোস্তাফিজুর রহমানের স্লোয়ার বুঝতে না পেরে ফিরেছেন ব্যক্তিগত ৭৪ রানে। মাত্র ৩৪ বলে নিতিশ এই রান করতে চার হাঁকিয়েছেন ৪টি, আর ছক্কা ৭টি!

এরপর রিংকু সিংকে নিয়ে ভারতের ব্যাটিং তাণ্ডব অব্যাহত রাখেন অভিজ্ঞ হার্দিক পান্ডিয়া। রিংকু ২৬ বলে ফিফটি করার পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। তাসকিন আহমেদের শেষ ডেলিভারিতে ফেরার আগে ২৯ বলে করেছেন ৫৩ রান। রিংকু চার-ছয় মেরেছেন দুটি করে।

শেষ দিকে অবশ্য ভারতের রান উৎসবে কিছুটা লাগাম টানতে পেরেছেন বাংলাদেশি বোলাররা। তার বড় অবদান তাসকিন আহমেদের। ইনিংসের শুরুতে দুর্দান্ত বোলিং করা তাসকিন শেষ দিকেও ছিলেন দুর্দান্ত। শেষ দিকে হার্দিক পাণ্ডিয়াকে সঙ্গ দেওয়ার জন্য দাঁড়াতে পারেননি কেউ। হার্দিক শেষ ওভারে ফিরেছেন ১৯ বলে ৩২ রান করে। চার-ছয় মেরেছেন দুটি করে।

ইনিংসের শেষ ওভারে তিন উইকেট তুলে নেন রিশাদ হোসেন। তবে রান আটকাতে পারেননি বাংলাদেশি তরুণ লেগস্পিনার। ৪ ওভারে রান দিয়েছেন ৫৫। তাসকিন ছাড়া দুটি করে উইকেট নিয়েছেন অপর দুই পেসার মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবও। মোস্তাফিজ চার ওভারে খরচ করেছেন ৩৬ রান, তানজিম চার ওভারে দিয়েছেন ৫০ রান।

সারাবাংলা/এসএইচএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর