Thursday 25 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিমের মন্তব্যের জবাবে যা বলছেন স্থানীয় কোচরা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৪ ১৯:০১ | আপডেট: ১০ অক্টোবর ২০২৪ ২৩:২৪

‘এই মুহূর্তে বাংলাদেশের স্থানীয় কোন কোচ জাতীয় দলের দায়িত্ব নেওয়ার মতো উপযুক্ত নয়। আমি মনে করি স্থানীয় কয়েকজন কোচ আছেন যারা জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করতে পারেন।’- ভারতের একটি সংবাদমধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তামিম ইকবাল। তামিমের এই মন্তব্য নিয়ে নানান আলোচনা-সমালোচনা চলছে। কেউ তামিমের কথার পক্ষে কথা বলছেন, কেউ সমালোচনা করছেন।

এসব আলোচনার মধ্যে স্থানীয় দুই জনপ্রিয় এবং সফল কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও সোহেল ইসলাম বলছেন, তামিমের মন্তব্য যথার্থই। তবে স্থানীয়দের সুযোগ দিলে তবেই যে বড় দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত হবেন সেটাও স্মরণ করিয়ে দিয়েছেন তারা।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) মিরপুরে সাংবদিকদের সঙ্গে আলাপকালে দেশের পরিচিত কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘আমি মনে করি তামিম একেবারে সঠিক কথা বলেছে।’

তবে খেলোয়াড়দের যেমন জাতীয় দলের আশাপাশে রেখে আন্তর্জাতিক পর্যায়ের জন্য প্রস্তুত করা হয়, কোচদেরও সেভাবে গড়ে তোলার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সফল এই কোচ। তিনি বলেন, ‘আমি মনে করি অনেক খেলোয়াড় আছে যারা আন্তর্জাতিক ক্রিকেট খেলতে খেলতে হয়তো ৫-৭ বছর লেগে গেছে, আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিষ্ঠিত হতে। সেই ৫-৭ বছর যদি ক্রিকেটারদের লাগে তাহলে কোচদেরও তো সেই সময়টা লাগবে। আপনি অনেক ছেলেকেই ৫-৭ বছর ধরে টানছেন। কোনো না কোনো সময় সে রান করবে। এখন কোচও তো কোনো না কোনো সময় গিয়ে ভালো হতে পারে। তাকে সেই সময়টা দিতে হবে।’

হুট করে জাতীয় দলের হেড কোচের দায়িত্ব দেওয়ার প্রশ্ন না তুলে বয়সভিত্তিক পর্যায়ে স্থানীয় কোচদের কেন দায়িত্ব দেওয়া হয় না সেই প্রশ্নও তুলেছেন সালাউদ্দিন। বলেছেন, ‘আপনি কোনো কিছু বাইরে থেকে বসে বিচার করতে পারেন না। যারা জাতীয় দলে খেলে তারা বিদেশি কোচের অধীনে খেলে। স্থানীয় কোচরা কিভাবে চলে সেটা কি দেখেছেন কখনো। তাকে (স্থানীয় কোচদের) আপনি কোথায় দায়িত্ব দিয়েছেন? যুব ক্রিকেটে, এ দলে কিংবা অন্য কোথাও।’

‘সে কিভাবে দলটা চালাচ্ছে দেখেছেন। কিংবা তার সেই ক্যাপাবিলিটি আছে কিনা। সেটা একটা বড় ফ্যাক্টর। তাকে তো গড়ে তুলতে হবে। যারা জাতীয় দলে আসছে তাদেরকে “এ” টিমে, যুব টিমে কয়েকবছর খেলিয়েছেন। তাকে সব কিছু করে জাতীয় দলে নিয়েছেন। আপনি কি কখনো আপনার কোচকে বানিয়েছেন এভাবে। কোচকে তো কখনো বানাননি। কোচকেও এভাবেই প্রতিষ্ঠিত করতে হবে।’- যোগ করেন সালাউদ্দিন।

একই সুরে কথা বলেছেন স্থানীয় আরেক সফল কোচ সোহেল ইসলামও। বলেছেন, ‘তামিম আসলে যেটা বলেছে, সেটি অন্যভাবে। দেশি কোচদের সামর্থ্য অবশ্যই আছে। কোচিং সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই। তবে আনুষাঙ্গিক অনেক বিষয় থাকে। দেশি কোচরা মিডিয়া এবং বোর্ড কর্তাদের প্রেসার নিতে পারবে কিনা, সেটা বড় প্রশ্ন। ধরুন, টানা দুটো ম্যাচ হারলেই কিন্তু আলাদা চাপ তৈরি হবে দেশি কোচ জাতীয় দলে থাকলে, যেটা বিদেশিদের বেলায় হয় না। তামিম হয়তো এই দিকটা ভেবে বলেছে।’

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

১৭ বছর পর ঢাকায় তারেক রহমান
২৫ ডিসেম্বর ২০২৫ ১১:৪৭

সিলেট থেকে ঢাকার পথে তারেক রহমান
২৫ ডিসেম্বর ২০২৫ ১১:২৮

আরো