Sunday 22 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলের প্লেয়ার ড্রাফট: আলোচনায় থেকেও দল পেলেন না যারা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৪ ১৯:০০ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৩০

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর মাঠে গড়াবে আগামী ডিসেম্বরে। তার আগে রাজধানীর একটা পাঁচ তারকা হোটেলে প্লেয়ার ড্রাফট হয়ে গেল আজ। বিভিন্ন এলোমেলোতে ড্রাফট শুরু হলো নির্ধারিত সময়ের ঘণ্টা খানেক পরে। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমদুুউল্লাহ, মেহেদি হাসান মিরাজরা ড্রাফট টেবিলের দ্যুতি বাড়িয়েছেন। উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি ফারুক আহমেদও। ঢাকা ক্যাপিটালসের সঙ্গে যুক্ত দেশের শীর্ষ নায়ক শাকিব খানকে দেখা গেছে ড্রাফট অনুষ্ঠানে।

বিজ্ঞাপন

ড্রাফটে খুব বড় চমক নেই। তবে আলোচনায় থেকেও দল পাননি বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। তাদের মধ্যে অন্যতম হলেন মোসাদ্দেক হোসেন সৈকত, মুমিনুল হক সৌরভ, শুভাগত হোম চৌধুরী, মৃত্যুঞ্জয় চৌধুরীরা। রিশাদ হোসেন দল পেয়েছেন অনেক পরে। জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও দল পেতে অপেক্ষা করতে হয়েছে।

গত বিপিএলে ঢাকার ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। একটা সময় বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী তারকা হিসেবে উচ্চারিত হচ্ছিল মোসাদ্দেক নাম। এবার দলই পেলেন না। শুভাগত হোম চৌধুরীর ক্ষেত্রেও তাই ঘটেছে। গত বছর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে নেতৃত্ব দিয়েছেন শুভাগত। স্পিন বোলিং পাশাপাশি ব্যটিংয়েও বেশ কার্যকারী শুভাগত ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরমার। কিন্তু ড্রাফট থেকে তাকে কিনেনি কোনো দল।

সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক সৌরভ গত বিপিএলেও দল পাননি। এবারও মুমিনুলকে নিলো না কোনো দল। অবশ্য গত আসরে ড্রাফট শেষে সরাসরি চুক্তিতে মুমিনুলকে দলে ভিড়িয়েছিল রংপুর রাইডার্স। যদিও এক ম্যাচের বেশি একাদশে ছিলেন না তিনি।

তরুণ পেস বোলিং অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরীকেও দলে ডাকেনি কেউ। দল পাননি স্পিনার নাজমুল ইসলাম অপু, ফজলে মাহমুদ রাব্বিও। অবশ্য বাদ পরাদের বিপিএল খেলার সম্ভবনা শেষ হয়ে যায়নি। সরাসরি চুক্তিতে যেকোনো দলই নিতে পারবে ড্রাফটে দল না পাওয়া ক্রিকেটারদের।

সবকিছু ঠিক থাকলে এবারের বিপিএল মাঠে গড়ানোর কথা আগামী ২৭ ডিসেম্বর।

ড্রাফট শেষে কোন দলে কে:

ঢাকা ক্যাপিটালস:

সরাসরি চুক্তিতে: তানজিদ হাসান তামিম ও মোস্তাফিজুর রহমান, স্টিফেন এসকেনজাই।

বিজ্ঞাপন

ড্রাফট থেকে: লিটন দাস, হাবিবুর রহমান সোহান, আবু জায়েদ চৌধুরী, মুকিদুল ইসলাম মুগ্ধ, সাইম আইয়ুব (পাকিস্তান), আমির হামজা হোটাক (আফগানিস্তান), সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান মিতুল, শাহাদাত হোসেন দিপু।

সিলেট স্ট্রাইকার্স:

সরাসরি চুক্তিতে: জাকের আলি অনিক।

ধরে রাখা: জাকির হাসান ও তানজিম হাসান সাকিব।

ড্রাফট থেকে: রনি তালুকদার, মাশরাফি বিন মর্তুজা, আল-আমিন হোসেন, আরফাত সানি, রাহকিম কর্নওয়াল (ওয়েস্ট ইন্ডিজ), সামিউল্লাহ শেনওয়ারি (আফগানিস্তান), রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম, রিচ টপলি (ইংল্যান্ড)।

চিটাগাং কিংস:

সরাসরি চুক্তিতে: সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম, বিনুরা ফার্নেন্দো (শ্রীলঙ্কা), অ্যাঞ্জেলো ম্যাথিউস (শ্রীলঙ্কা), মঈন আলি (ইংল্যান্ড), উসমান খান (পাকিস্তান), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র (পাকিস্তান)।

ড্রাফট থেকে: শামীম হোসেন পাটোয়ারি, পারভেজ হোসেন ইমন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, গ্রায়েম ক্লার্ক (ইংল্যান্ড), থমাস ও’কর্নেল (অস্ট্রেলিয়া), মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস জাভেদ, শেখ পারভেজ জীবন, মার্শাল আইয়ুব।

দুর্বার রাজশাহী:

সরাসরি চুক্তিতে: এনামুল হক বিজয়।

ড্রাফট থেকে: তাসকিন আহমেদ, জিসান আলম, ইয়াসির আলি রাব্বি, সাব্বির হোসেন , সাদ নাসিম (পাকিস্তান), লাহিরু সামারাকুন(শ্রীলঙ্কা), সানজামুল ইসলাম, এম মেহরব হোসেন, আকবর আলি, হাসান মুরাদ, শফিউল ইসলাম সুহাস, মোহর শেখ অন্তর।

ফরচুন বরিশাল:

সরাসরি চুক্তিতে: তাওহিদ হৃদয়, দাবিদ মালান (ইংল্যান্ড), ডেভিড মিলার (ইংল্যান্ড), কাইল মেয়ার্স (ওয়েস্ট ইন্ডিজ), ফাহিম আশরাফ (পাকিস্তান), মোহাম্মদ আলি (পাকিস্তান), খান জাহানবাদ (পাকিস্তান)।

ধরে রাখা: তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।

ড্রাফট থেকে: মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, জেফস ফুলার (ইংল্যান্ড), পাথুম নিশানকা (শ্রীলঙ্কা), ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, নাদ্রে বার্গার (দক্ষিণ আফ্রিকা), শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম।

রংপুর রাইডার্স:

সরাসরি চুক্তিতে: মোহাম্মদ সাইফুদ্দিন, খুশদিল শাহ (পাকিস্তান), ইফতেখার আহমেদ (পাকিস্তান), আলেক্স হেলস (ইংল্যান্ড), মোহাম্মদ নবি (আফগানিস্তান)।

ধরে রাখা: নুরুল হাসান সোহান ও শেখ মেহেদী হাসান।

ড্রাফট থেকে: নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার , রাকিবুল হাসান, আকিফ জাভেদ (পাকিস্তান), কার্টিস ক্যাম্ফার (আয়ারল্যান্ড), রেজাউর রহমান রাজা, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম রাব্বি, তওফিক খান তুষার।

খুলনা টাইগার্স:

সরাসরি চুক্তিতে: মেহেদী হাসান মিরাজ, ওশান থমাস (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান)

ধরে রাখা: আফিফ হোসেন ও নাসুম আহমেদ।

ড্রাফট থেকে: হাসান মাহমুদ, নাঈম শেখ, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম অঙ্কন, মোহাম্মদ হাসনাইন (পাকিস্তান), লুইস গ্রেগরি (ইংল্যান্ড), আবু হায়দার রনি, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান রাব্বি, মাহমুদুল হাসান জয়।

সারাবাংলা/এসএইচএস

বিপিএল ২০২৫

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর