Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাথুরুসিংহেকে বরখাস্ত করে নতুন কোচের নাম জানাল বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৪ ১৬:২৭

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে বহিস্কার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হাথুরুকে শোকজ ও বহিস্কার করার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

সেই সঙ্গে নতুন কোচের নামও জানিয়েছেন বিসিবি সভাপতি। আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্স।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন ফারুক আহমেদ। তিনি বলেন, ‘বরখাস্ত করার আগে আমরা তাঁকে (হাথুরুসিংহে) নিয়ম মেনে শোকজ নোটিশ করেছি। ৪৮ ঘণ্টার জন্য সাসপেন্ড করা হয়েছে তাঁকে। এরপর আমরা বরখাস্ত করব। চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত কোচ ফিল সিমন্স।’

এর মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেটে হাথুরু অধ্যায়ের সমাপ্তি ঘটল। ২০২৪ সালে সর্বপ্রথম বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হয়ে এসেছিলেন হাথুরুসিংহে। ২০১৭ সালে হুট করেই বাংলাদেশের দায়িত্ব ছেড়ে নিয়েছিলেন শ্রীলংকার দায়িত্ব। প্রথম মেয়াদের কোচিংয়ে হাথুরুসিংহকে নিয়ে অনেক কথাই উঠেছিল। সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে তার দুরত্ব ছিল প্রকাশ্যে।

তারপর আবারও দ্বিতীয় মেয়াদে হাথুরু বাংলাদেশের কোচ হয়ে আসেন ২০২৩ সালে। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি ছিল তার। কিন্তু বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বোর্ডের একটা পক্ষ অনেক আগে থেকেই হাথুরুহিংকে নিয়ে অসন্তুষ্ট ছিল। নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার পরই লংকান এই কোচকে সরিয়ে দেওয়ার কথা বলেছিলেন। আজ তার ঘোষণা এলো। মূলত অসদাচরণের কারণে তাকে বহিস্কার করা হয়েছে বলেছেন বিসিবি সভাপতি।

বিজ্ঞাপন

দ্বিতীয় মেয়াদে হাথুরুসিংহের অধিনে ১০টি টেস্ট, ৩৫টি ওয়ানডে ও ৩৫টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। টেস্টে বাংলাদেশ জিতেছে ৫ ম্যাচ, হেরেছে ৫ ম্যাচ। আর টি-টোয়েন্টিতে ৩৫ ম্যাচে জয় ১৯টিতে, হার ১৫টিতে। ওয়ানডেতে ৩৫ ম্যাচে জিতেছে ১৩টি, হার ১৯টি, ৩টিতে ফল হয়নি।

গত ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। তাতে হাথুরুসিংহের দিকে তীর ছুটে গিয়েছিল। দলের ভেতরে অস্বস্তিকর পরিবেশ তৈরি করা, বিশ্বকাপে এক ক্রিকেটারকে চড় মারাসহ বেশ কিছু অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে।

সারাবাংলা/এসএইচএস

চন্ডিকা হাথুরুসিংহে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর