হাথুরুসিংহেকে বিদায় করে কেমন কোচ পেল বাংলাদেশ
১৫ অক্টোবর ২০২৪ ১৭:১২
বাংলাদেশ ক্রিকেটে চন্ডিকা হাথুরুসিংহে অধ্যায় শেষ হলো। লংকান এই কোচকে শোকজ ও বরখাস্তের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। হাথুরুসিংহেকে বরখাস্ত করে নতুন কোচ হিসেবে ফিল সিমন্সের নাম ঘোষণা করেছেন বিসিবি সভাপতি।
আপাতত আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত দায়িত্ব পেয়েছেন সিমন্স। ক্যারিবিয়ান এই কোচ ক্রিকেট বিশ্বে বেশ পরিচিত নাম। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটা সময় দাপুটে খেলা সিমন্স কোচ হিসেবেও সফল। ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন দুই মেয়াদে।
তার মধ্যে ২০১৬ সালে তার কোচিংয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। এর আগে-পরে বেশ কয়েকটি জাতীয় দলের দায়িত্ব পালন করেছেন। জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড জাতীয় দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। আফগানিস্তানের ব্যাটিং কোচ ছিলেন অনেকদিন। এছাড়া নানান সময় বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগগুলোতে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন সিমন্স।
গত ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বড় স্বপ্ন বাংলাদেশের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ হতে পারে বাংলাদেশ ক্রিকেটের ‘সিনিয়র যুগ’। সেখানেই বিদায় বলে দিতে পারেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেরার আলোচনা আছে তামিম ইকবালেরও। সব মিলিয়ে সিমন্সের কাঁধে বড় দায়িত্বই পরেছে।
সারাবাংলা/এসএইচএস