আসন্ন সিরিজে সাকিবের খেলা প্রসঙ্গে যা জানাল বিসিবি
৩০ অক্টোবর ২০২৪ ১৮:০২ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ১৮:১৫
দেশের মাটিতে চলতি দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলতে যুক্তরাষ্ট্র থেকে দুবাই পর্যন্ত এসেও ফেরত যেতে হয়েছিল সাকিব আল হাসানকে। সেই থেকেই প্রশ্ন ঘুরছে, বাংলাদেশের হয়ে সাকিবের কি আর মাঠে নামা হবে? এই প্রশ্নের ইতিবাচক উত্তর পাওয়া গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে।
বাংলাদেশের পরবর্তী সিরিজ আফগানিস্তানের বিপক্ষে। আগামী মাসের শুরুতে আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। এই সিরিজটা হবে সংযুক্ত আরব আমিরাতে। এই সিরিজের জন্য সাকিব ‘অ্যাভেইলেবল’ বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
আজ বুধবার (৩০ অক্টোবর) বিসিবির বোর্ড মিটিং। মিটিংয়ে বেশ কিছু সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। মিটিং শুরুর আগেই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বোর্ড সভাপতি। সেখানে উঠল সাকিব প্রসঙ্গও।
আফগানিস্তান সিরিজে সাকিবের খেলা বা না খেলার প্রশ্নে ফারুক আহমেদ বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিব সিলেকশনের জন্য অ্যাভেইলেবল। যেহেতু এখনো দল দেয়নি তার মানে অ্যাভেইলেবল আছে সে।’
এর আগে আফগানিস্তান সিরিজে নিজের খেলা নিয়ে কথা বলেছিলেন সাকিব আল হাসান। বিষয়টি বিসিবির ওপরই ছেড়ে দিয়েছিলেন সাকিব। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে সাকিব বলেন, ‘আমি কীভাবে বলব (আফগানিস্তান সিরিজে খেলা প্রসঙ্গে), এটা তো বিসিবির বলা উচিত।’
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ৬ নভেম্বর। শারজায় হবে সিরিজের প্রথম ম্যাচটি। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ৯ ও ১১ তারিখে।
সারাবাংলা/এসএইচএস