সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
৩০ অক্টোবর ২০২৪ ২৩:৩৭
নেপালকে কাঁদিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ নারী ফুটবল দল। নারীদের অর্জন উৎযাপন করছে পুরো দেশ। এদিকে, সাফ জয়ী চ্যাম্পিয়নদের অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বুধবার (৩০ অক্টোবর) এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেছেন, বাংলাদেশ ফুটবলের জন্য এটা বিরাট অর্জন।
বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, ‘এটা আমাদের নারী ফুটবল দলের বিরাট অর্জন। আমি তোমাদের নিয়ে গর্বিত। গোটা জাতি তোমাদের নিয়ে গর্বিত। অভিনন্দন সেই সব খেলোয়াড়দের যারা আমাদের এই গৌরব এনে দিয়েছেন।’
নেপালের দশরথ রঙ্গশালাতে স্বাগতিক নেপালকে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। দু’বছর আগে সেই নেপালকে হারিয়েই সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ নারী দল। অর্থাৎ এই টুর্নামেন্টে টানা দ্বিতীয় শিরোপা জিতল বাংলাদেশ নারী দল।
বড় কোনো শিরোপা টানা দ্বিতীয়বার জয়ের ঘটনা অতীতে বাংলাদেশ ফুটবলে কখনোই ঘটেনি। সাবিনা খাতুনের নেতৃত্বে আজ সেই অর্জন এনে দিলেন মেয়েরা।
শিরোপা জয়ের পথে আজ বাংলাদেশের হয়ে গোল করেছেন মনিকা চাকমা ও ঋতুপর্না চাকমা। ম্যাচের ৮১ মিনিটে ঋতুপর্নার করা জয়সূচক গোলটার ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বাঁ-পায়ের শটে অসাধারণ এক গোল করে বাংলাদেশকে ২-১ ব্যবধানে এগিয়ে নিয়েছিলেন। সেই গোলটাই পরে শিরোপা এনে দিয়েছে বাংলাদেশকে।
সারাবাংলা/এসএইচএস