Tuesday 03 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাপনসহ বিসিবির ১১ পরিচালকের সদস্যপদ বাতিল

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৪ ২৩:৪৪ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ১৮:৪১

গণমাধ্যমে কথা বলছেন নাজমুল হোসেন পাপন। ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে পদত্যাগ করলেও পরিচালক হিসেবে ছিলেন সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন। টানা কয়েকটা বোর্ড সভায় উপস্থিত না হওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী সেই পরিচালকের পদ থেকেও কাটা পরলেন পাপন।

শুধু পাপন নন, গঠনতন্ত্র অনুযায়ী বিসিবির ১১ পরিচালকের সদস্যপদ বাতিল হয়ে গেছে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কোনো পরিচালক বিনা নোটিশে টানা তিন সভায় অনুপস্থিত থাকলে তার পরিচালক পদ শূন্য হিসেবে বিবেচনা হবে। ফারুক আহমেদ সভাপতি হওয়ার পর বোর্ড সভাগুলোতে বিসিবির আগের পরিচালনা পর্যদের বেশিরভাগ পরিচালকই অনুপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আজ বুধবার (২০ অক্টোবর) ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ডের পঞ্চম সভা ছিল। সভা শেষে এক বিজ্ঞপ্তিতে ১১ পরিচালকের সদস্যপদ বাতিলের খবর জানানো হয়।

নাজমুল হাসান পাপনসহ সদস্যপদ বাতিল হওয়া পরিচালকেদের মধ্যে আছেন- ইসমাইল হায়দার মল্লিক, ওবেদ নিজাম, তানভীর আহমেদ, আ জ ম নাছির উদ্দীন, গাজী গোলাম মোর্ত্তজা, শেখ সোহেল, নজীব আহমেদ, মঞ্জুর কাদের, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম ও শফিউল আলম চৌধুরী।

এর আগে পদত্যাগ করেছিলেন নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন ও এনায়েত হোসেন। এই তিনজনের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। এছাড়া অপর পরিচালক আলমগীর হোসেন মারা গেছেন। অর্থাৎ বিসিবির ১৫ পরিচালকের পদ এখন শূন্য।

আগের বোর্ডের পরিচালকেদের মধ্যে যারা এখন পর্যন্ত সক্রিয় আছে তারা হলেন- মাহবুব আনাম, আকরাম খান, ফাহিম সিনহা, কাজী ইনাম আহমেদ, শফিউল আলম স্বপন, সালাউদ্দিন আহমেদ, ইফতেখার রহমান ও মঞ্জুর আলম।

আজ বোর্ড সভায় আর একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমকে প্রধান করে গঠনতন্ত্র সংশোধন কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া মিরপুর, চট্টগ্রাম ও সিলেটে আধুনিক জিম তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

নাজমুল হোসেন পাপন বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর