শারজার ছোট মাঠ আশা দেখাচ্ছে বাংলাদেশকে
৩ নভেম্বর ২০২৪ ২২:৫১
মাঠের ক্রিকেটে বাংলাদেশের সাম্প্রতিক সময়টা একদমই ভালো কাটছে না। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে নাস্তানাবুদ হওয়ার পর দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও টেস্ট সিরিজে নাকাল হলো বাংলাদেশ। পরবর্তী মিশন আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের সবকটা ম্যাচই হবে সংযুক্ত আরব আমিরাতের শারজাতে। এটাই ঘুড়ে দাঁড়ানোর স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে।
সম্প্রতি বাংলাদেশের বোলিং বিভাগ বেশ উন্নতি করেছে কিন্তু অপর দিকে ব্যাটিংয়ে হয়েছে অবনতি। প্রতি সিরিজেই ভুগতে হচ্ছে ব্যাটিং ব্যর্থতার কারণে। এদিকে শারজা ক্রিকেট স্টেডিয়ামের পিচ দারুণ ব্যাটিং সহায়ক, বাউন্ডারিও ছোট। বাংলাদেশি ব্যাটারদের ঘুরে দাঁড়ানোর জন্য দারুণ পরিবেশ। তরুণ টপ অর্ডার ব্যাটার জাকির হাসান তেমন কথাই বললেন।
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা মাঠে গড়াবে ৬ নভেম্বর থেকে। গতকাল কয়েকজন ক্রিকেটারের একটা গ্রুপ চলে গেছেন আরব আমিরাতে। আজ গেলেন বাকি কয়েকজন। বিমানবন্দরে যাওয়ার আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তরুণ জাকির হাসান।
জাকির বলেন, ‘চ্যালেঞ্জ অবশ্যই আছে। কিন্তু আমার মনে হয় খুব ভালো একটা সিরিজ হবে। আমি যতটুকু জানি, শারজার উইকেট খুব ভালো হয়। আশা করি, ভালো একটা সিরিজ হবে।’
সম্প্রতি সময়ে বাংলাদেশের বাজে ব্যাটিং প্রসঙ্গ জাকির বললেন, ‘এটা সত্যি যে আমরা ভালো শুরু দিতে পারছি না। টেস্টে যেমন কয়েকটি ম্যাচেই আমরা ওপেনাররা ভালো করতে পারিনি। এ জন্য আমরা ভুগেছি। আমাদের ওটা নিয়ে পড়ে থাকলে হবে না। যেহেতু খুব দ্রুত সিরিজগুলো আসছে, পরের সিরিজেই আমরা সবাই চেষ্টা করছি আগের সিরিজের ভুলগুলো কোথায় তা খুঁজে বের করতে। সেগুলো কাটিয়ে উঠে সব সিরিজেই ওপেনিং বা টপ অর্ডার থেকে ভালো জুটি গড়ার চেষ্টা থাকবে, যেন মিডল অর্ডারের কাজটা আরও সহজ হয়।’
বাংলাদেশ সম্প্রতি ব্যাটিংয়ে ভুগছে অপর দিকে আফগানিস্তান আবার বোলিং শক্তিশালী দল। শারজায় আফগানদের পরিসংখ্যানও বেশ ভালো। চলতি বছর সেখানে ৫টি ওয়ানডে খেলে ৪টিতেই জিতেছে আফগানিস্তান।
তবে প্রতিপক্ষের শক্তির জায়গা নিয়ে না ভেবে নিজেদের শক্তির জায়গা নিয়েই ভাবতে আগ্রহী বাংলাদেশ। জাকির বলেন, ‘ওরা বোলিংয়ে অনেক উন্নতি করেছে। বেশ শক্ত প্রতিপক্ষ। তবে ওদের কী শক্তি আছে, ওটা নিয়ে চিন্তা করার চেয়ে আমাদের শক্তির জায়গা কোনটা, তা নিয়ে ভাবা ভালো।’
সারাবাংলা/এসএইচএস