সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন: যা জানা গেল
৫ নভেম্বর ২০২৪ ০৯:৩১ | আপডেট: ৫ নভেম্বর ২০২৪ ১৩:০১
সাকিব আল হাসান প্রফেশনাল ক্রিকেট খেলছেন সেই ২০০৬ সাল থেকে। আন্তর্জাতিক ম্যাচই খেলেছেন ৪৪৭টি। উইকেট নিয়েছেন ৭১২টি। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ, ঘরোয়া লিগ মিলিয়ে সাকিবের ম্যাচ সংখ্যা প্রায় দেড় হাজার! কিন্তু এতোদিন পর এসে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠল।
গত সেপ্টেম্বরে কাউন্টির চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ান-এর একটা ম্যাচ খেলেছিলেন সাকিব। সেই ম্যাচে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছেন ফিল্ড আম্পায়ার।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, সাকিবকে তার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে বলেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
গত সেপ্টেম্বরের সারের হয়ে একটা ম্যাচই খেলেছিলেন সাকিব। দুই ইনিংস মিলিয়ে ৬৩ ওভার বোলিং করে উইকেট নিয়েছিলেন ৯টি। যদিও দল হেরেছিল বড় ব্যবধানে। প্রায় দুই মাস পর জানা গেল, ওই ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছিলেন দুই ফিল্ড আম্পায়ার।
সাকিবকে আপাতত খেলা থেকে নিষিদ্ধ বা কোনো শাস্তি দেওয়া হয়নি। বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে সাকিবের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে দাবি করা হয়েছে ক্রিকইনফোর প্রতিবেদনে।
এদিকে, এ বিষয়ে ইসিবির পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) কিছু জানানো হয়নি। বিসিবির একটি সূত্র বলছে, কাউন্টি ম্যাচে বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ উঠেছে। সাকিব যদি ইংল্যান্ডে আরও ঘরোয়া ক্রিকেট খেলতে চায় তাহলে তাকে পরীক্ষা দিয়ে খেলতে হবে। তবে বিষয়টার সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট বা অন্য দেশের ঘরোয়া ক্রিকেটের কোনো সম্পর্ক নেই।
সারাবাংলা/এসএইচএস