Tuesday 05 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাল ম্যাচ, আজও ভিসা পাননি নাসুম-নাহিদ— বাংলাদেশের স্কোয়াডে ১৩ জন!

স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৪ ২০:৪৫

আজও ভিসা পেলেন না আফগানিস্তান সিরিজে বাংলাদেশ দলে থাকা দুই ক্রিকেটার স্পিনার নাসুম আহমেদ ও পেসার নাহিদ রানা। ফলে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটা মিস করছেন দুজন। ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা হলেও বাংলাদেশকে প্রথম ওয়ানডেতে একাদশ সাজাতে হবে ১৩ জনের মধ্যে।

বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের সিরিজটা হবে সংযুক্ত আরব আমিরাতের শারজাতে। দুই ধাপে আগেই আরব আমিরাতে পৌঁছেছেন স্কোয়াডের ১৫ ক্রিকেটারের ১৩জন। কিন্তু নাসুম আহমেদ ও নাহিদ রানা ভিসা জটিলতার কারণে দলের সঙ্গে যেতে পারেননি।

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে বলা হচ্ছিল, শিগগিরই ভিসা পাবেন দুজন। কিন্তু আজও ভিসা পাননি দুজন। বিসিবির একটি সূত্র জানিয়েছে, নাসুম-নাহিদ রানার ভিসা হাতে আসতে পারে আগামী বুধবার।

অর্থাৎ সিরিজের প্রথম ওয়ানডেতে থাকতে পারছেন না দুজন। বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটা মাঠে গড়াবে আগামীকাল স্থানীয় সময় দুপুর ২টায়।

নাসুম-নাহিদ রানা না থাকাটা বাংলাদেশের জন্য বড় সমস্যার কারণই। কারণ দুজনেই বোলার। এই দুজনকে বাদ দিলে বাংলাদেশ স্কোয়াডে বিশেষজ্ঞ বোলার থাকছেন আর মাত্র চারজন- তিন পেসার তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও স্পিনার রিশাদ হোসেন।

অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার ও মাহমুদউল্লাহর বোলিং সামর্থ আছে। এসব মিলিয়ে এখন একাদশ সাজাতে হবে বাংলাদেশকে। শারজায় সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ ও ১১ নভেম্বর।

বাংলাদেশের ওয়ানডে দল: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

নাসুম আহমেদ নাহিদ রানা বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর