Wednesday 04 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চার পেসার নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দল ঘোষণা, নেই মুশফিক

স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৪ ২৩:০৩ | আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১২:১৯

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইনজুরির কারণে দলে নেই মুশফিকুর রহিম।

ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনের কথা বিবেচনা করে চার পেসার নিয়ে স্কোয়াড সাজিয়েছেন নির্বাচকরা। অবশ্য পেস ডিপার্টমেন্টে পরিবর্তন এসেছে। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের দলে থাকা খালেদ আহমেদকে বাদ দিয়ে টেস্ট দলে ফেরানো হয়েছে অপর দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকে।

বিজ্ঞাপন

তাদের জায়গা করে দিতে বাদ পরেছেন স্পিনার নাঈম হাসান। দলে অপর দুই পেসার হলেন- হাসান মাহমুদ ও নাহিদ রানা। মুশফিকুর রহিমের জায়গায় দলে এসেছেন তরুণ উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক।

দক্ষিণ আফ্রিকা সিরিজের মতো ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য বাংলাদেশ দলেও তিন ওপেনার- সাদমান ইসলাম অনিক, জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়। দক্ষিণ আফ্রিকা সিরিজে সুযোগ পেয়ে ভালো করতে না পারলেও দল থেকে বাদ পরেননি উইকেটকিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন।

স্কোয়াডে অধিনায়ক যথারীতি নাজমুল হোসেন শান্ত। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজটা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে এখন ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। সেটা শেষ করে ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরার কথা বাংলাদেশি ক্রিকেটারদের।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য বাংলাদেশ টেস্ট দল:

নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম, লিটন দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ, হাসান মুরাদ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর