এগিয়ে এলো তামিমের ফেরার সময়
১৩ নভেম্বর ২০২৪ ২১:৫৯
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরছেন তামিম ইকবাল, এমন খবর শোনা যাচ্ছে কদিন ধরেই। তামিমের ব্যাট হাতে মাঠে ফেরার সময় আরও এগিয়ে এলো। বিপিএলের আগে টি-টোয়েন্টি সংস্করণে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এনসিএলে খেলার আগ্রহ প্রকাশ করেছেন তামিম।
৮ দল নিয়ে ৬ ডিসেম্বর মাঠে গড়াবে এনসিএল। যেটা চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়ানোর কথা আগামী বিপিএল।
তবে তামিম এনসিএলে কবে থেকে খেলবেন বা কয় ম্যাচ খেলবেন সেটা নিশ্চিত নয়। এদিকে নির্বাচক হান্নান সরকার জানিয়েছেন, এনসিএলের আগে অবশ্যই ফিটনেস পরীক্ষা দিতে হবে তামিমকে।
নির্বাচক হান্নান সরকার সাংবাদিকদের বলেছেন, ‘তামিম খেললে স্বাভাবিকভাবেই চট্টগ্রাম বিভাগের হয়ে খেলবে। টি-টোয়েন্টি সংস্করণে সে খেলবে। কয়টা ম্যাচ খেলবে, কখন খেলবে- এই বিষয়গুলোর জন্য আমাদের হাতে আরও সময় আছে। এর আগে আমরা আলোচনা করব। তবে হ্যাঁ, এনসিএল টি-টোয়েন্টি খেলার ব্যাপারে সে আগ্রহ প্রকাশ করেছে।’
খেলতে হলে তামিমকে ফিটনেস টেস্ট দিতে হবে উল্লেখ করে হান্নান সরকার এটাও স্মরণ করিয়ে দিয়েছেন সিনিয়র ক্রিকেটারদের জন্য বিশেষ বিবেচনা করা হয়। হান্নান বলেন, ‘ফিটনেস টেস্ট সবাইকে দিতে হবে। এটা আমাদের খুবই মৌলিক মানদণ্ড। ফিটনেস টেস্টে সে অবতীর্ণ হবে। একটা লক্ষ্যমাত্রা থাকবে। সেটা স্পর্শ করতে হবে। কিছু কিছু সিনিয়র ক্রিকেটারের ক্ষেত্রে আমরা ফিটনেস টেস্টের মানদণ্ড স্পর্শ না করলেও তাদের সুযোগ দিয়েছি। জাতীয় লিগ এখনও খেলছে। তামিমকেও এই মানদণ্ডের ভেতর দিয়ে আসতে হবে।’
গত মে মাসের শুরুতে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন তামিম। টি-টোয়েন্টি খেলেছেন আরও দুই মাস আগে। অনেকদিন ধরে ব্যাটিং অনুশীলনে অবশ্য ফিরেছেন তামিম। তবে ফিটনেস নিয়ে তামিমের কাজ করা দৃশ্যমান হয়নি। সে হিসেবে তামিম ফিটনেস টেস্টে কেমন করেন সেটা দেখার বিষয়।
সারাবাংলা/এসএইচএস