‘পুরো দেশের প্রতিনিধিত্ব করবে রংপুর রাইডার্স’
১৬ নভেম্বর ২০২৪ ১৫:৫০
সকালে মিরপুর একাডেমি মাঠে দেখা মিলল রিশাদ হোসেন-সৌম্য সরকারের। সৌম্য সাক্ষাৎকার দিচ্ছিলেন, মোহাম্মদ আশরাফুলের সাথে ক্যাচ প্র্যাকটিসে ব্যস্ত ছিলেন রিশাদ। তাদের গায়ের লাল-সবুজের মিশেলে বানানো প্র্যাকটিস জার্সি দেখে একবারের জন্য হলেও প্রশ্ন জাগতে পারে, ‘আরে বাংলাদেশ দলের নতুন প্র্যাকটিস কিট নাকি?’
উত্তর হচ্ছে ‘না’। আগামী ২৭ নভেম্বর গায়ানায় পর্দা উঠতে যাওয়া গ্লোবাল সুপার লিগে খেলতে যাচ্ছে রংপুর রাইডার্স। এর আগে প্রস্তুতি সারছে মিরপুর একাডেমি মাঠে কোচ মোহাম্মদ আশরাফুলের অধীনে। মূলত বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতেই লাল-সবুজের এই প্র্যাকটিস কিট তাদের। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমও বললেন, রংপুর রাইডার্স কেবল তাদের ফ্র্যাঞ্চাইজির নয়, বাংলাদশেরও প্রতিনিধিত্ব করতে যাচ্ছে।
গায়ানায় অনুষ্ঠেয় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলবে পাঁচ দেশের ভিন্ন পাঁচটি দল। এই টুর্নামেন্টে খেলতে ২২ নভেম্বর দেশ ছাড়বেন নুরুল হাসান সোহানরা। আজ (শনিবার, ১৬ নভেম্বর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এ নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছে ফ্র্যাঞ্চাইজিটি। সেখানেই নাজমুল আবেদীন ফাহিম বলেন, আসন্ন এই টুর্নামেন্টে দেশের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে দলটি।
শুরুতেই স্বাগত বক্তব্য জানিয়ে ফাহিম বলেন, ‘সবাইকে স্বাগত জানাচ্ছি। যে কারণে আমরা এখানে সমবেত হয়েছি, এটা খুব ভিন্ন ধরনের একটা ঘটনা। বাংলাদেশের একটা দল গ্লোবাল টি-টোয়েন্টি খেলতে যাচ্ছে, এমনটা আগে কখনও হয়নি। এটা একটা নতুন উচ্চতায় নিয়ে যাওয়া আমাদের ক্রিকেটকে। রংপুর রাইডার্সকে অভিনন্দন। তারা এই মুহূর্তে যতগুলো দল ছিল, তাদের মধ্যে সেরা দল হিসেবেই এখানে যাচ্ছে। একটা পরীক্ষিত খেলোয়াড়দের নিয়ে, সংগঠিত একটা দল নিয়ে তারা যাচ্ছে। আমরা আশা করবো তারা ওখানে ভালো করবে।’
প্রথমবারের মতো বিদেশী টুর্নামেন্টে বাংলাদেশের কোনো দল খেলতে যাচ্ছে। শেখ মাহেদী, সৌম্য সরকার, রিশাদ হোসেন, নুরুল হাসান সোহানরা খেলবেন এই টুর্নামেন্টে রংপুরের হয়ে। তাদের হাত ধরেই গ্লোবাল সুপার লিগে রংপুর ভালো করবে, দেশের প্রতিনিধিত্ব করবে, এমনটাই আশা ফাহিমের, ‘ শুধু ভালো করাই না, এটা একটা অভিজ্ঞতা কিন্তু আমাদের অনেক জাতীয় দলের খেলোয়াড় এর মধ্যে যাচ্ছে। সবার জন্যই এটা একটা অভিজ্ঞতা হবে। রংপুর রাইডার্স শুধু তাদের প্রতিনিধিত্ব করছে তা না, তারা বিসিবিকে কিংবা তার চেয়েও বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে এই টুর্নামেন্টে। আমি আশা করব তারা তাদের সেরা খেলাটা খেলার চেষ্টা করবে। আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করবে।’
সারাবাংলা/জেটি
গ্লোবাল সুপার লিগ নাজমুল আবেদীন ফাহিম বাংলাদেশ ক্রিকেট রংপুর রাইডার্স