Sunday 17 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএল নিয়ে রিশাদ— আশা করে কষ্ট পেতে চাই না

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৪ ১৬:৩৬

এবারের আইপিএলের নিলামে থাকবেন বাংলাদেশের ১২ ক্রিকেটার। আইপিএল নিলামের তালিকায় ১২ বাংলাদেশি ক্রিকেটারের নাম আছে। তার মধ্যে একজন রিশাদ হোসেন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম সেরা বোলার ছিলেন বাংলাদেশি এই লেগস্পিনার। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশেও দল পেয়েছিলেন। ফলে রিশাদ আইপিএলে দল পাওয়ার আশা করতেই পারেন। তরুণ লেগিস্পনার অবশ্য বললেন, তিনি আশা করতে চান না। কারণ আশা করে পরে পূরণ না হলে মন খারাপ হয়ে যাবে!

বিজ্ঞাপন

এবারের আইপিএল নিলাম হবে সৌদি আরবের জেদ্দায়। আগামী ২৪ ও ২৫ নভেম্বর দুই দিন মিলিয়ে হবে আইপিএলের মেগা নিলাম। নিলামে বাংলাদেশি লেগস্পিনার রিশাদের কথা ভাবতেই পারে দলগুলো।

দারুণ লেগস্পিনারের পাশাপাশি শেষ দিকে ঝড়ো ব্যাটিংয়ের সামর্থও আছে রিশাদের। পাশাপাশি ফিল্ডিংয়েও দারুণ। সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটের দারুণ এক প্যাকেজ। তবে রিশাদকে আইপিএলের কথা স্মরণ করিয়ে দেওয়া হতে বললেন, এ নিয়ে আশা করতেই চান না!

রোববার (১৭ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রিশাদ বলেন, ‘ইচ্ছা তো সবার থাকে (আইপিএল খেলার)। কিন্তু বেশি আশা করা ভালো না। আমি আশা করি না কখনো। তাহলে কষ্ট পাব না। আমার নিজের ওপর আত্মবিশ্বাস আছে। ভালো দিন খারাপ দিন সবারই আসে-যায়। আমি তাই এত কিছু নিয়ে আশা করছি না। যখন আসবে তখন দেখা যাবে।’

আইপিএলে কোন দলে খেলা ইচ্ছা, এমন প্রশ্নে রিশাদ বলেছেন, ‘এ রকম কিছু ভাবিনি। আমি মনে মনে ভাবলাম চেন্নাই, কিন্তু আমার হলো অন্য দলে। তখন হয়তো মনটা খারাপ হবে। তবে ফেভারিট কলকাতা। সাকিব ভাই, লিটন দা সেখানে অনেক দিন খেলেছেন, তাই।’

সারাবাংলা/এসএইচএস

আইপিএল রিশাদ হোসেন

বিজ্ঞাপন

সরকারের চোখে ১০০ দিনের সাফল্য
১৭ নভেম্বর ২০২৪ ১৭:৪৪

দেশ টিভির এমডি আরিফ রিমান্ডে
১৭ নভেম্বর ২০২৪ ১৭:৩৮

আরো

সম্পর্কিত খবর