উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন রোনালডো
১১ জুন ২০১৮ ১৬:৫৭
সারাবাংলা ডেস্ক ।।
স্বাতগিক রাশিয়া আর সৌদি আরবের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ‘ খ্যাত বিশ্বকাপ ফুটবলের। ১৪ জুন উদ্বোধনী ম্যাচের আগে লুঝনিকি স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের। লুঝনিকি স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হবে।
সেখানে উপস্থিত থাকবেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালডো, পপশিল্পী রবি উইলিয়ামস এবং রাশিয়ান গায়িকা আইদা গারিফুলিনা।
ব্রাজিলের বিশ্বকাপ জয়ী সাবেক তারকা ফুটবলার রোনালডো ফিফা ডট কমকে দেওয়া এক সাক্ষাতকারে জানিয়েছেন, ‘উদ্বোধনী ম্যাচটি সবসময়ই একটি প্রতীকী ম্যাচ। এটা এমন একটি মুহূর্ত, যখন আপনি বুঝতে পারেন যে মুহূর্তটির জন্য একজন ফুটবলপ্রেমী কিংবা একজন ফুটবলারকে চার বছর ধরে অপেক্ষা করতে হয়েছে। অবশেষে তা এসেছে। কেউ জানে না টুর্নামেন্টের এই চার সপ্তাহে কি হবে, কিন্তু সবাই এ ব্যাপারে নিশ্চিত যে এটা স্মরণীয় হবে।’
দ্য ফেনোমেনন খ্যাত রোনালডো আরও বলেন, ‘অবশ্যই এটা আয়োজক রাশিয়ার জন্য আবেগের একটি মঞ্চ। এতদিনের কঠোর পরিশ্রমের পর শেষ পর্যন্ত আপনার ঘরে সারা পৃথিবীর ফুটবলপ্রেমীরা জড়ো হবে, যারা সত্যিই ফুটবলকে ভালোবাসে। আমি সেটা চার বছর আগে ব্রাজিলে অনুভব করেছি এবং এখন আমি সেই আনন্দটা রাশিয়ানদের সাথে ভাগাভাগি করতে পারব বলে আনন্দিত বোধ করছি।’
সারাবাংলা/এমআরপি