Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টয়নিস ঝড়ে হোয়াইটওয়াশ পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
১৮ নভেম্বর ২০২৪ ১৭:২২ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১৭:২৩

২৭ বলে ৬১* রানের ইনিংসে ম্যাচ সেরা মার্কাস স্টয়নিস

হোবার্টে আজ ঠিক কতটা বিধ্বংসী ব্যাটিং করেছেন মার্কাস স্টয়নিস? হারিস রউফ আর শাহীন শাহ আফ্রিদি সবচেয়ে ভালো বলতে পারবেন। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে হারিসের ১০ বল থেকে দুইটি করে ছক্কা আর চারে স্টয়নিস নিয়েছেন ২৪ রান। শাহীনও রক্ষা পাননি, চার বলে গুনেছেন ১৭ রান। অর্থাৎ এই দুই তারকা পেসারের বল থেকেই দুই-তৃতীয়াংশ রান তুলেছেন স্টয়নিস।

স্টয়নিসের ২৭ বলে ৬১* রানের দুর্দান্ত ইনিংসে পাকিস্তানের দেয়া ১১৮ রানের লক্ষ্য ৫২ বল হাতে রেখে সহজেই টপকে গেল অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারলেও টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৩-০’তে অজিরা করল হোয়াইটওয়াশ। 

বিজ্ঞাপন

মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতা আর অ্যারন হার্ডি-স্পেন্সার জনসনের চেপে ধরা বোলিংয়ে মাত্র ১১৭ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। সহজ এই লক্ষ্য তাড়া করতে নেমে ৩০ রানের মধ্যে দুই ওপেনারকে হারালেও জস ইনগ্লিসকে নিয়ে ৫৫ রানের জুটিতে ম্যাচ নিজেদের দিকে নিয়ে যান স্টয়নিস। যদিও একপ্রান্তে ইনগ্লিস রয়েসয়ে খেলছিলেন, অন্যদিকে স্টয়নিস ক্রমেই হয়ে উঠেছিলেন মারমুখী। 

ইনিংসের নবম ওভার থেকেই আরো চড়াও হন স্টয়নিস। হারিসের করা সেই ওভারে দুটি করে চার আর ছক্কা মারেন ডানহাতি এই ব্যাটার। দ্বিতীয় ছক্কাটা গিয়ে পড়েছে হোবার্ট গ্রাউন্ডের ছাদে। এর এক ওভার পর তাণ্ডব বইয়ে দেন শাহীনের ওপর। ২৩ বলে করেন পঞ্চাশ। ইনিংস শেষে ২৭ বলে ৬১*। 

টসে জিতে ব্যাট করতে নেমে ১৭ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। দলের স্কোরকার্ড একটু যা সুশ্রী হয়েছে বাবর-হাসিবুল্লাহর ৪৪ রানের জুটিতে। ২৮ বলে ৪১ করে আউট হন বাবর, ১৯ বলে ২২ হাসিবউল্লাহ। শেষদিকে শাহীনের ১২ বলে ১৬ রানের ইনিংসে দলীয় শতরান পেরোয় পাকিস্তান। হার্ডি তিনটি ও স্পেন্সার-জ্যাম্পা নেন দুটি করে উইকেট।

সারাবাংলা/জেটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর