Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক তামিম

স্পোর্টস করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৪ ১৯:৪৩

আসন্ন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৪ সদস্যের বাংলাদেশ দলের নেতৃত্বে আজিজুল হাকিম তামিম, সহ-অধিনায়ক জাওয়াদ আবরার।

১৪ সদস্যের চূড়ান্ত দলের পাশাপাশি ৩ জনকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। এবারের এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতে। শুরু হতে যাচ্ছে আগামী ২৯ নভেম্বর। বাংলাদেশ টুর্নামেন্ট শুরুর দিনই মাঠে নামবে।

দুই গ্রুপে ভাগ হয়ে এশিয়া কাপে খেলবে মোট ৮টি দল। বাংলাদেশ পরেছে ‘এ’ গ্রুপে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা, আফগানিস্তান ও নেপাল। এছাড়া ‘বি’ গ্রুপে ভারতের সঙ্গে আছে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও জাপান।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ১ ডিসেম্বর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ৩ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ।

৬ ডিসেম্বর সেমিফাইনাল আর ৮ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে। টুর্নামেন্টের ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাত ও শারজাহতে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল:

আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ অধিনায়ক), রিফাত বেগ, সামিউন বশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হাসান ইমন, রাফিউজ্জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, মারুফ মৃধা, শিহাব জেমস, আশরাফুজ্জামান বরেণ্য, সাদ ইসলাম রাজিন।

অতিরিক্ত- কালাম সিদ্দিকী, শাহরিয়ার আজমীর, ইয়াসির আরাফাত, সানজিদ মজুমদার।

সারাবাংলা/এসএইচএস

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর