Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৮১ রানে পিছিয়ে থেকেও ইনিংস ডিক্লেয়ার বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
২৫ নভেম্বর ২০২৪ ২০:৩১

বাংলাদেশের প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি পেয়েছেন মুমিনুল। ছবি: সংগৃহীত

অ্যান্টিগা টেস্টে ৯ উইকেটে ২৬৯ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে পিছিয়ে ছিল ১৮১ রানে। দুই বোলার তাসকিন আহমেদ আর শরীফুল ইসলাম ক্রিজে থাকলেও চতুর্থ দিনের সকালে দুজনে সেই ব্যবধান কিছুটা কমানোর চেষ্টা করবেন— এমনটিই ছিল ধারণা। তবে সবাইকে বিস্মিত করে দিয়ে চতুর্থ দিনের সকালে ক্যাপ্টেন মিরাজ বাংলাদেশের ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছেন!

এ সিদ্ধান্তের ফলে ৯ উইকেটে ২৬৯ স্কোরেই শেষ হয়েছে বাংলাদেশের প্রথম ইনিংস। ১৮১ রানের লিড নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ে নেমেছে।

বিজ্ঞাপন

কোনোমতে ফলোঅন এড়ানো বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রাহক জাকের আলী করেছেন ৫৩ রান। হাফ সেঞ্চুরি পেয়েছেন মুমিনুল হকও, কাঁটায় কাঁটায় ৫০ করে আউট হয়েছেন তিনি। এ ছাড়া লিটন দাস করেছেন ৪০ রান, তাইজুল ২৫ রান, মিরাজ ২৩ রান।

এ ইনিংসের বোলিংয়ের শুরুটা অবশ্য ভালো হতে হতেও পুরোটা হয়নি। প্রথম চার ওভারের মধ্যে স্লিপে একটি ক্যাচ পড়েছে ক্রেইগ ব্যাথওয়েটের। আরেক বলে এলবিডব্লিউয়ের আবেদন আম্পায়ার নাকচ করলে আর রিভিউ নেয়নি বাংলাদেশ। পরে রিপ্লেতে দেখা গেছে, রিভিউ নিলে মিকাইল লুই আউট হতেন। দুবারেই উইকেটবঞ্চিত বোলারের নাম তাসকিন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ বিনা উইকেটে ২১ রান। সে হিসাবে তাদের লিড ২০০ রান পেরিয়ে গেছে।

সারাবাংলা/টিআর

ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর