জিততে জিততে হেরে যাওয়া বাংলাদেশ ক্রিকেটে পুরনো রোগ। রংপুর রাইডার্স কাল সেই রোগেই কুপকাত হলো। গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টিতে নিজেদের প্রথম ম্যাচে জয়ের একেবারে কাছাকাছি গিয়েছিল রংপুর। কিন্তু সুপার ওভার নাটকে শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয়েছে হারা দল হিসেবে!
হ্যাম্পাশায়রের বিপক্ষে শেষ দুই ওভারে জয়ের জন্য ১০ রান লাগত রংপুর রাইডার্সের, হাতে ছিল তখনও ৫ উইকেট। তবু কিনা শেষ পর্যন্ত হেরে মাঠ ছাড়তে হলো রংপুরকে। নির্ধারিত ওভারের খেলায় টাই হলে সুপার ওভারে গড়ায় ম্যাচ। সুপার ওভারে দারুণ জয় তুলে নিয়েছে হ্যাম্পাশায়র।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের তত্বাবধানে আয়োজিত হয়েছে গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টি। বিশ্বের বেশ কয়েকটি ক্লাব অংশ নিচ্ছে টুর্নামেন্টটিতে। বাংলাদেশ থেকে গেছে বিপিএলের দল রংপুর রাইডার্স। কিন্তু প্রথম ম্যাচে জিততে জিততে হেরে যাওয়ার যন্ত্রণা সইতে হলো রংপুরকে।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ম্যাচ টাই হলে সুপার ওভারে ১২ রান তুলেছিল রংপুর। পরে ১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেছে হ্যাম্পাশায়ার।
এর আগে রংপুরের হয়ে বোলিং ঝলক দেখিয়েছেন ইংলিশ পেসার জ্যাক চ্যাপেল। মাত্র ২৩ রানে ৫ উইকেট নিয়েছেন চ্যাপেল। যাতে আগে ব্যাটিং করতে নামা হ্যাম্পাশায়ার নির্ধারিত ২০ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৩২ রান তোলে। দলটির হয়ে পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদ ৪১ বলে সর্বোচ্চ ৫৬ রান করেন।
রংপুরের অন্য বোলারদের মধ্যে হারমিত সিং ১৩ রানে ২টি, মোহাম্মদ সাইফউদ্দিন ২২ রানে ও রিশাদ হোসেন ২৩ রানে ১টি করে উইকেট নিয়েছেন।
পরে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়েই ১২০ রান তুলে ফেলেছিল রংপুর। ৬ উইকেট হাতে রেখে শেষ ১৯ বলে দরকার ছিল মাত্র ১৩ রান। তবুও ম্যাচ জিততে পারেনি রংপুর। ম্যাচ টাই হয়ে যায়। রংপুরের হয়ে সৌম্য সরকার ২৭ ও অধিনায়ক নুরুল হাসান সোহান ২৪ রান করেছেন।