বিপিএলে এবার যা হবে আগে তা কখনোই হয়নি: বিসিবি সভাপতি
১ ডিসেম্বর ২০২৪ ১৭:১৬ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৪ ১৭:২০
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগটা (বিপিএল) নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বাড়তি মনোযোগ। বিসিবির সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ও যুক্ত হয়ে এবারের বিপিএলকে জাকজমক করার চেষ্টা চলছে। তার দৃশ্যমান অনেক কিছু দেখাও যাচ্ছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বললেন, এবার যতো যতো পদক্ষেপ নেওয়া হয়েছে আগে কোনো আসরে তা হয়নি।
এবারের বিপিএলে ক্রিকেটের সঙ্গে দেশের সংস্কৃতি, তারুণ্যের শক্তি, গত জুলাই-আগস্টের শহীদদের সম্মান, স্মৃতিচারণসহ নানান বিষয় একত্র করতে চায় বিসিবি। বিপিএলকে আকর্ষণীয় করতে এবার মাসকট তৈরি, থিম সং তৈরি, ট্রফি ট্যুর, ফ্যান এনগেজমেন্ট, তিন ভেন্যুতে ওপেনিং আয়োজন এবং সেই সঙ্গে জুলাই-আগস্টের শহীদদের স্মরণ করা হবে।
আজ রোববার (১ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে বিপিএলের মাসকট উন্মোচন হয়ে গেল। আয়োজনে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্তর মতো তারকা ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। বিসিবি সভাপতি নিজের বক্তব্যে বলেন, ‘মাঠের বিপিএল আমরা দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই। তারুণ্যকে সম্পৃক্ত করতে চাচ্ছি। সেদিক থেকে বিবেচনা করলে, বেশ কিছু পদক্ষেপ নিয়েছি যা আগে কখনও হয়নি। আয়োজনের শুরু হলো, আশা করি সমাপ্তি সুন্দরভাবেই হবে।’
বিপিএলকে আরও শক্ত ভিত দিতে চান বিসিবি সভাপতি। বলেছেন, ‘আমরা ছেলেদের বিপিএলকে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে চাই। যদিও আমি আসার পর এটা প্রথম বিপিএল, এই পরিচালনা পর্ষদের অধীনে শেষ বিপিএল। পরের বছর আমি থাকি বা যে-ই থাকুক, আশা করব পরের বিপিএলে যেন বড় ফ্র্যাঞ্চাইজিরা থাকে, লম্বা সময়ের জন্য হয়। প্রতি বছর ২-৩টা নতুন দল কোনো টুর্নামেন্টের জন্য ভালো না।’
আজ বিপিএলের মাসকট উন্মোচনের আয়োজনে বাংলাদেশ নারী দলের সদস্যরাও উপস্থিত ছিলেন। ভবিষ্যতে নারী বিপিএল আয়োজনের কথাও বলে রাখলেন বিসিবি সভাপতি। বলেছেন, ‘চমৎকার একটা আইডিয়া (নারী বিপিএল)। এই বোর্ড নারী ক্রিকেটকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। আমরা অনূর্ধ্ব-১৯ শুরু করেছি। চেষ্টা করব মেয়েদের সুযোগ সুবিধা আরও কত বাড়ানো যায়। দেখতে হবে বিপিএল করার সক্ষমতা তৈরি হয়েছে কি না। চেষ্টা করতে পারি, তারপর দেখা যাবে কী হয়।’
সারাবাংলা/এসএইচএস