Monday 02 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জ্যামাইকায় বিধ্বংসী নাহিদ, ১৬৪ রান করেও লিড পেল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৪ ০০:১৯ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৪ ০২:১০

জ্যামাইকা টেস্টের প্রথম ইনিংসে ১৬৪ রানেই গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। পরে জবাব দিতে নেমে ১ উইকেটে ৭০ রান তুলে কাল দ্বিতীয় দিনের খেলা শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। সেই বাংলাদেশই কিনা লিড পেল! যাতে সামনে থেকে নেতৃত্ব দিলেন তরুণ পেসার নাহিদ রানা। ছয় টেস্টের ছোট্ট ক্যারিয়ারে আজ ইনিংসে ৫ উইকেট তুলে নিয়েছেন নাহিদ। যাতে জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস থেমে গেছে ১৪৬ রানেই। অর্থাৎ ১৮ রানের লিড পেয়েছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

অভিষেকেই চমকে দিয়েছিলেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। তারপর পাকিস্তান সফর, ভারত সফরে গিয়ে নামডাক কামিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ সফরেও সেই ধারা অব্যাহত রাখলেন তরুণ তারকা পেসার। ১৮ ওভারে ৬১ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। ইনিংসে এই প্রথম পাঁচ উইকেট পেলেন নাহিদ।

কাল বাংলাদেশের ১৬৪ রানের জবাব দিতে নেমে ক্যারিবিয়ানরা যেভাবে ব্যাটিং করেছে তাতে মনে হচ্ছিল লম্বা ইনিংসই হতে যাচ্ছে। তবে আজ নাহিদ রানা রীতিমতো বিধ্বস্ত করেছেন স্বাগতিকদের।

সোমবার (২ ডিসেম্বর) জ্যামাইকার কিংস্টনের সাবিনা পার্ক স্টেডিয়ামে সকাল সকাল আগের দিনের অপরাজিত ক্রেইগ ব্রাথওয়েটকে ফেরান নাহিদ। বাংলাদেশি তরুণ পেসারের গতিময় বাউন্সার খেলতে পারেননি ব্রাথওয়েট। ব্যাটে শোল্ডারে লেগে ক্যাচ চলে যায় গালিতে। ১২৯ বলে ৩৯ রান করা ব্রাথওয়েট থেমেছেন সেখানেই।

পরের ওভারে নাহিদের আরেক সাফল্য। ১২ বলে ৩ রান করা কাভেম হজকে উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচ বানান নাহিদ। খানিক বাদে প্রথম টেস্টে বাংলাদেশকে ভোগানো আকিল আথানেজের স্ট্যাম্প উপড়ে দিয়েছেন তাসকিন আহমেদ। ৯ বলে ২ রান করে ফেরেন আথানেজ।

ওয়েস্ট ইন্ডিজের দলীয় ১০৫ রানের মাথায় বাংলাদেশকে পঞ্চম উইকেট এনে দেন অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম। জাস্টিন গ্রেভসকে বোকা বানাতে বল টার্ন করানোর চেষ্টাই করেননি তাইজুল। বল গিয়ে আঘাত হানে গ্রেভসের স্ট্যাম্পে। তিন ওভার পর জাশুয়া ডি সিলভাকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন হাসান মাহমুদ। হাসান মাহমুদের ভেতরে ঢোকা বল ঠেকাতে পারেননি ৯ বলে ৫ রান করা ডি সিলভা। পরে রিভিউ নিয়েও উইকেট বাঁচাতে পারেননি।

বিজ্ঞাপন

অন্যদের যাওয়া আসার মিছিলে বাংলাদেশের গলার কাঁটা হয়ে ছিলেন কেসি কার্টি। হাসান সেই কাঁটা তুলেছেন! হাসান মাহমুদের লেগ সাইটের বলে ফ্লিক খেলতে গিয়েছিলেন কার্টি। কিন্তু বল তার ব্যাটের কানা ছুয়ে চলে যায় উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে। রিভিউ নিয়ে কার্টিসকে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ। ১১৫ বল খেলে ১টি চারের সাহায্যে ৪০ রান করে আউট হয়েছেন কার্টিস।

লাঞ্চ বিরতির খানিক আগে আলজারি জোসেফকে ফিরিয়ে চতর্থ উইকেট তুলে নেন নাহিদ রানা। নাহিদের বুদ্ধিদিপ্ত স্লোয়ার ‍ফুলটসে আগেই শট খেলতে গিয়ে বল বাতাসে ভাসিয়ে দেন জোসেফ। মিড অফে মেহেদি হাসান মিরাজের ক্যাচ হয়ে ফেরার আগে ১০ বলে ৭ রান করেন জোসেফ। কেমার রোচকে সঙ্গে নিয়ে দিনের প্রথম সেশনের বাকি সময়টা কাটিয়ে দিয়েছেন শামার জোসেফ।

তবে মধ্যাহ্ন বিরতির পর দাঁড়াতেই পারেনি ক্যারিবিয়ান লোয়ার অর্ডার। ৬ রান করা শামার জোসেফকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মেহেদি হাসান মিরাজ। খানিক বাদে কেমার রোচকে দারুণ এক বলে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে প্রতিপক্ষকে গুটিয়ে দেওয়ার সঙ্গে নিজের পাঁচ উইকেটও পূর্ণ করেছেন নাহিদ রানা।

বাংলাদেশের বাকি বোলারদের মধ্যে হাসান মাহমুদ ২টি, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম ১টি করে উইকেট নিয়েছেন।

সারাবাংলা/এসএইচএস

নাহিদ রানা বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর