Thursday 06 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানের কাছে হারল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৪ ১৭:২৩ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৪ ২০:৫৯

ব্লাইন্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়ের শেষ ধাপে গিয়ে পৌঁছেছিল বাংলাদেশ। কিন্তু শেষ হাসি হাসা হলো না! স্বাগতিক পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে শিরোপা স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের।

দৃষ্টিহীন ক্রিকেটারদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে আজ ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ। রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে বাংলাদেশকে।

দৃষ্টিহীন ক্রিকেটারদের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবার আয়োজিত হচ্ছে পাকিস্তানে। টুর্নামেন্টের আগের তিন বারের চ্যাম্পিয়ন ভারত পাকিস্তানে খেলতে যায়নি। সব মিলিয়ে চারটি দেশ এবারের দৃষ্টিহীন ক্রিকেটারদের বিশ্বকাপে অংশ নেয়নি। তবে তাতে কিন্তু মাঠে উত্তাপ কমেনি।

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) মুলতান ক্রিকেট স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে প্রথমে ব্যাটিং করতে নেমে একদম খারাপ করেনি বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ১৩৯ রান তুলেছিল বাংলাদেশ দৃষ্টিপ্রতিবন্ধী দল। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন আরিফ হোসেন।

পরে জবাব দিতে নেমে এই স্কোরকে পাত্তাই দেননি পাকিস্তানের দুই ওপেনার! কোনো উইকেট না হারিয়ে মাত্র ১১ ওভারেই জয় নিশ্চিত করে ফেলেন পাকিস্তানের দুই ওপেনার। যাতে নিসার আলি করেছেন একাই ৭২ রান। অপর ওপেনার সাফদার করেছেন ৪৭ রান।

সারাবাংলা/এসএইচএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর