শ্রীলংকার বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে শেষ ওভারে হারল বাংলাদেশ
৩ ডিসেম্বর ২০২৪ ১৯:৫৬ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৪ ২০:১৬
গ্রুপ পর্বে পরপর দুই ম্যাচ জিতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল আগেই। তবু তৃতীয় ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল। কারণ এই ম্যাচে জয়-পরাজয়ের ওপর নির্ভর করছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টি। শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর গুরুত্বপূর্ণ ম্যাচটা জিততে পারল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
শেষ ওভারে গিয়ে ৭ রানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। আগে ব্যাটিং করে ২২৮ রান তুলেছিল শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দল। পরে বাংলাদেশ ৪৯.৩ ওভারে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ সবগুলো উইকেট হারিয়েছে ২২১ রান তুলে।
এবারের যুব এশিয়া কাপ এবারে অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। আজ (৩ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকানদের ২২৮ রানের জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। প্রথম উইকেট জুটিতে ৫২ রান তোলেন দুই ওপেনার।
জাওয়াদ আবরার ২২ বলে ২৪ রান করে ফিরলে এই জুটি ভাঙে। দুর্দান্ত ফর্মে থাকা অধিনায়ক আজিজুল হাকিম তামিম (৮) ও মোহাম্মদ শিহাব জেমস (৮) সুবিধা করতে পারেননি। তবে চতুর্থ উইকেটে দুর্দান্ত একটা জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন ওপেনার কালাম সিদ্দিকি ও দেবাশীস দেবা। কিন্তু এই জুটি ভাঙতেই বিপদে পরে যায় বাংলাদেশ।
কালাম সিদ্দিকি মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি মিস করে ফিরেছেন দলীয় ১৭২ রানের মাথায়। ১৩৪ বল খেলে ৮টি চার ১টি ছয়ে ৯৫ রান করে ফিরেছেন তরুণ ব্যাটার। একই ওভারে রিজান হোসেনকেও হারায় বাংলাদেশ। খানিক বাদে দেবাশীষ দেবা ৫২ বলে ৩২ রান করে ফিরলে বড় চাপে পরে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
উইকেটরক্ষক ব্যাটার ফরিদ হাসান ও সামিউল বশির সেই চাপ কাটিয়ে জয়ের সম্ভবনা জাগিয়েছিলেন বটে, কিন্তু শেষের হিসেবটা মিলাতে পারেননি। শেষ ওভারে জয়ের জন্য ১০ রান লাগত বাংলাদেশের। উইকেটে ছিল শেষ উইকেট জুটি। ইকবাল হোসেন ইমন রান আউট হয়ে সম্ভবনা শেষ করে দিয়েছেন। উইকেটরক্ষক ফরিদ হাসান শেষ পর্যন্ত ২৯ বলে ২৪ রানে অপরাজিত ছিলেন। সামিউল বশির ১৪ রান করে আউট হয়েছেন।
এর আগে বাংলাদেশের বোলাররা মন্দ করেননি। শ্রীলংকার ব্যাটারদের মধ্যে এক বিমথ দিনসারা ছাড়া বাকিদের সেভাবে দাঁড়াতেই দেয়নি। তবে বিমথ একপ্রান্ত আগলে রেখে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়ে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলকে বলার মতো একটা সংগ্রহ এনে দেন। চারে নেমে ১৩২ বলে ১০টি চারের সাহায্যে ১০৬ রান করেছেন বিমথ। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আল ফাহাদ ৫০ রানে ৪ উইকেট নিয়েছেন। ৪০ রানে ৩ উইকেট নিয়েছেন রিজান হোসেন।
সারাবাংলা/এসএইচএস