Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোস্তাফিজের ঘরে সু-খবর

স্পোর্টস করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৪ ১৮:১৩ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২৪ ২০:৫৩

চলতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছুটি চেয়ে নিয়েছেন মোস্তাফিজুর রহমান। তখনই জানা গিয়েছিল, মোস্তাফিজের স্ত্রী সামিয়া পারভীন শিমু সন্তানসম্ভবা। আজ মোস্তাফিজের ঘর আলো করে এসেছে নতুন অতিথি। পুত্র সন্তানের বাবা হয়েছেন মোস্তাফিজ।

বুধবার (৪ ডিসেম্বর) খবরটি নিজেই নিশ্চিত করেছেন মোস্তাফিজ। নবজাতক ও মা দুজনেরই ভালো আছে বলে জানিয়েছেন কাটার মাস্টার।

নিজের ভেরিফাইড ফেসবুক ও এক্সে পোস্ট করে মোস্তাফিজ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর রহমতে আজ আমাদের ঘরে আশীর্বাদ হয়ে একটি পুত্র সন্তান এসেছে। বাচ্চা ও মা দুজনেই সুস্থ আছে। ওদের জন্য প্রার্থনা করবেন।’ ২০১৯ সালে মামার মেয়ে সামিয়া পারভীন শিমুকে বিয়ে করেন মোস্তাফিজ। এই দম্পতির ঘরে এটা প্রথম সন্তান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শেষে হলো বাংলাদেশের। এরপর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। সন্তান জন্মের পর মোস্তাফিজ এখন দলের সঙ্গে যোগ দিবেন কিনা তা এখনো জানা যায়নি।

সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছেন মোস্তাফিজ। তিন ম্যাচে নিয়েছিলেন ৮ উইকেট।

সারাবাংলা/এসএইচএস

মোস্তাফিজুর রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর