বাংলাদেশের বিপক্ষে হারের পর জরিমানাও গুনতে হচ্ছে ক্যারিবিয়ানদের
৪ ডিসেম্বর ২০২৪ ২২:২০ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২৪ ২২:৩৩
একাদশে কয়েকজন শীর্ষ ক্রিকেটারের অনুপস্থিতি নিয়েই জ্যামাইকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১০১ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এ নিয়ে ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজে টেস্ট জিতল বাংলাদেশ। এমন হারের যন্ত্রণা ভুলতে নিশ্চয় সময় লাগবে ওয়েস্ট ইন্ডিজের। এদিকে হারের সঙ্গে জরিমানাও গুনতে হচ্ছে ক্যারিবিয়ানদের।
জ্যামাইকা টেস্টে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ক্যারিবিয়ান পেসার জেইডেন সিলস ও কেভিন সিনক্লেয়ারকে জরিমানা করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।
বুধবার (৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। ম্যাচে উইকেট নেওয়ার পর উদযাপনে আচরণবিধি লঙ্ঘন করেন ক্যারিবিয়ান পেসার সিলস। যাতে তাকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে তার নামের পাশে। আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, আইসিসির প্লেয়ার কোড অব কন্ডাক্ট ভাঙার দায়ে শাস্তি দেওয়া হয়েছে সিলসকে।
সিনক্লেয়ার একাদশে ছিলেন না। তিনি মাঠে নেমেছিলেন বদলি ফিল্ডার হিসেবে। বাংলাদেশি ব্যাটারদের স্লেজিং করার ক্ষেত্রে অতিরঞ্চিত করেছেন ক্যারিবিয়ান ক্রিকেটার। আম্পায়ার তাকে সতর্কও করেছিলেন। তারপরও আক্রমণাত্মক স্লেজিং করেছেন সিনক্লেয়ার। যাতে তার ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। দুই ক্যারিবিয়ান শাস্তি মেনে নিয়েছেন বলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
উল্লেখ্য, জ্যামাইকা টেস্টের প্রথম ইনিংসে ১৬৪ রান তুলেও ১৮ রানের লিড পেয়েছিল বাংলাদেশ। পরে আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে ২৬৮ রান তুলে ক্যারিবিয়ানদের বিপক্ষে ২৮৭ রানের লিড দাঁড় করিয়েছিল বাংলাদেশ। পরে স্বাগতিকদের ১৮৫ রানে গুটিয়ে দিয়ে ১০১ রানে ম্যাচ জিতেছে বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। অর্থাৎ দ্বিতীয় টেস্টে বাংলাদেশের জয়ে সিরিজ শেষ হলো ১-১ ব্যবধানের সমতায়।
সারাবাংলা/এসএইচএস