মাশরাফি কি বিপিএল খেলবেন
৫ ডিসেম্বর ২০২৪ ২৩:৫৯ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৪ ০০:১৮
ক্রিকেটপাড়ায় বিপিএল আয়োজনের ধুমধাম অনেকটা শুরু হয়ে গেছে। আগামী ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়ানোর কথা বিপিএলের ১১তম আসর। এর মধ্যে বড় প্রশ্ন, এবারের বিপিএলে মাশরাফি বিন মর্তুজা কি খেলবেন?
৪১ বছর বয়সী মাশরাফি ফিটনেসের অভাবে গত বিপিএলে সব ম্যাচ খেলতে পারেননি। অফ ফর্মের কারণে একটা পর্যায়ে একাদশ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। বিপিএলে মাশরাফির ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন অনেকে। তবে এবারের বিপিএলে ড্রাফটে নাম তুলেছিলেন মাশরাফি আর ড্রাফট থেকে তাকে কিনেও নিয়েছে সিলেট স্ট্রাইকার্স।
ফিটনেসের পাশাপাশি মাশরাফির বিপিএল খেলা নিয়ে এখন আরেক প্রতিবন্ধকতা। ছাত্র-জনতার আন্দোলনে পতন হওয়া গত সরকারের সাংসদ মাশরাফির নামে সরকার পতনের পর মামলা হয়েছে। এরপর মাশরাফি বিপিএলে খেলতে পারবেন কিনা সেটা এখনো খোলাসা করা হয়নি। এদিকে, সিলেট স্ট্রাইকার্সের মালিক মাহিন মাজহার দাবি করেছেন, খেলার মতো ফিট থাকলে মাশরাফির অবশ্যই খেলা উচিত।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মাশরাফি প্রসঙ্গে মাহিন মাজহার বলেন, ‘বোর্ড মাশরাফিকে ড্রাফটে রেখেছে। সে আমাদের সঙ্গে আগের দুটি আসরে ছিল। দুই আসরেই অসাধারণ ছিল সে। ওটার কথা যদি চিন্তা করি তাকে আমাদের নিতেই হতো। আমাদের সেট-আপ টেনে নেওয়ার একটা ব্যাপার তো আছেই। ক্রিকেটে লিডার হিসেবে ওর সেন্স খুবই ভালো। সবসময়ই সে বাংলাদেশকে দিয়ে গেছে।’
‘সে বহু (অবদান রেখেছে) দিয়ে গেছে, সে হয়তো পারফর্ম করতে পারেনি কোনো কোনো সময়। কিন্তু সে তার যে ক্রিকেটিং জ্ঞান ও সেন্স সেটা দিয়ে অনেক ম্যাচ জিতিয়েছে। এখন বোর্ডের ওপর অনেক কিছুই নির্ভর করে। বোর্ড তাকে ড্রাফটে রেখেছে, এখনও অন্য কোনো নির্দেশনা পাইনি। সে দলে আছে।’- যোগ করেছেন সিলেট স্ট্রাইকার্সের মালিক।
মাশরাফির খেলা নিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন সিলেটের মালিক। মাহিন মাজহার বলেন, ‘সে (মাশরাফি) গ্রেট প্লেয়ার, চ্যাম্পিয়ন প্লেয়ার। আমার আপনাকে প্রশ্ন, যদি সে ফিট হয় তাহলে কি তার খেলা উচিৎ নয়? বাংলাদেশের প্রেক্ষাপটটা ভিন্ন হবে কেন? একটা ফিট প্লেয়ার অবশ্যই খেলবে। আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন হওয়া উচিৎ না। একজন ক্রিকেটারকে পারফর্ম করতে হলে ফিট হতে হবে। মাশরাফি যদি মনে করেন তিনি ফিট, আমাদের কোচ যদি মনে করেন তিনি ফিট, তাহলে তার (মাশরাফি) মতামতে আমরা শ্রদ্ধা করব।’
এবারের বিপিএলের প্লেয়ার ড্রাফটে ‘বি’ ক্যাটাগরিতে ছিলেন মাশরাফি। এই ক্যাগারিতে পারিশ্রমি ধরা হয়েছিল ৪০ লাখ টাকা।
সারাবাংলা/এসএইচএস