তৃপ্তির ঢেঁকুর না তুলে বেশি বেশি শিখতে চান নাহিদ
৭ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৭
চলতি বছরের মার্চে শ্রীলংকার বিপক্ষে অভিষেক নাহিদ রানার। তারপর খেলেছেন ৬টি টেস্ট, ১টি ওয়ানডে। তাতেই তারকা বনে গেছেন বাংলাদেশের ২২ বছর বয়সী পেসার। নাহিদের বড় শক্তির জায়গা গতি। যেকোনো পিচে গতির ঝড় তুলে প্রতিপক্ষের ব্যাটারদের নাচিয়ে যাচ্ছেন তরুণ পেসার। নাহিদের প্রসংশায় পঞ্চমুখ অনেকে। তবে এসবে গা না ভাসিয়ে বেশি বেশি শেখায় মনোযোগ তরুণ পেসারের।
নাহিদ দেশের মাটিতে শ্রীলংকার বিপক্ষে অভিষেকের পর পাকিস্তানে গিয়ে খেলেছেন, ভারতে খেলেছেন। সব জায়গাতেই গতির ঝড় তুলেছেন। ওয়েস্ট ইন্ডিজেও গতির ঝড় তুলে প্রসংশা কুড়িয়েছেন নাহিদর।
শনিবার (৭ ডিসেম্বর) বিসিবির প্রকাশিত এক ভিডিওতে নাহিদকে বলতে শোনা গেল, চারদিকে তাকে নিয়ে এতো আলোচনা, প্রসংশা এসবে তৃপ্তির ঢেঁকুর তুলতে নারাজ তিনি। বলেছেন, ‘ইন্টারনেটে কী চলছে, এগুলো সেরকমভাবে মাথায় নিই না। একটি জায়গাতেই মনোযোগ রাখছি, মাঠে কীভাবে পারফর্ম করা যায় এবং দলকে কীভাবে সেরাটা দেওয়া যায়। ’
‘কোচের তত্ত্বাবধানে আছি, নতুন কিছু শিখতে পারছি। যেসব দেশে যাচ্ছি, ওসব দেশের কন্ডিশনে খেলছি, নতুন কিছু শিখতে পারছি। শেখার কোনো শেষ নেই। এখানে এসেও শিখলাম যে, এই আবহাওয়ায়, ওয়েস্ট ইন্ডিজের উইকেটে কেমন বোলিং করা উচিত বা কেমন লাইন-লেংথে বল করা উচিত। অবশ্যই শিখছি সব জায়গায়।’- যোগ করেছেন নাহিদ।
নাহিদের বোলিংয়ের প্রসংশা করেছেন বাংলাদেশের সাবেক বোলিং কোচ ও ক্যারিবিয়ান কিংবদন্তি সাবেক পেসার কোর্টনি ওয়ালশ। ওয়ালশের পরামর্শ পেয়েছেন নাহিদ। বিষয়টি উল্লেখ করে নাহিদ বলেন, ‘দেখা হয়েছিল… কোর্টনি ওয়ালশ বলছিলেন যে, তুমি জীবনে যেখানেই থাকো, শিখতে থাকো এবং নিজেকে মেইনটেইন করো, ফিটনেস ধরে রাখো, আর জীবনে যেখানেই যাবে, শিখবে। শেখার কোনো শেষ নেই। জ্যামাইকাতে শেষ ম্যাচের পর কোর্টনি ওয়ালশ বলেছেন– তুমি নিজের খেয়াল রেখো এবং ফিটনেসের যত্ন নিও। নতুন কিছু শিখতে থাকো, শেখার কোনো শেষ নেই।’
সারাবাংলা/এসএইচএস