Tuesday 10 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিরলেন আফিফ-লিটন, টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৪ ১৯:২৪ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ২০:৩০

প্রথম ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

জ্যামাইকায় দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ১-১ সমতায় শেষ করার পর আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে বাংলাদেশের। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সেন্ট কিটসে এই ম্যাচে সাকিব আল হাসান, মুশফিকুর রহিমের মতো সিনিয়রদের ছাড়াই নামছে বাংলাদেশ।

উইকেট দেখেই এমন সিদ্ধান্ত মিরাজের, দলীয় সংগ্রহ নিতে চান ২৮০-এর আশেপাশে। তবে ক্যারিবিয়ান অধিনায়ক শেই হোপ বলেছেন, টস জিতলে তিনি বোলিংই নিতেন। ওয়ানডেতে দুই দলের সর্বশেষ ১১ দেখায় একবারও জেতেনি উইন্ডিজ। সবকয়টি ম্যাচ জিতে পরিসংখ্যান নিজেদের পক্ষেই রেখেছে বাংলাদেশ ।

বিজ্ঞাপন

সর্বশেষ ওয়ানডের দল থেকে এসেছে পাঁচটি পরিবর্তন। প্রায় এক বছর পর দলে ওয়ানডে একাদশে ফিরেছেন আফিফ হোসেন। অসুস্থতায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজ মিস করা লিটন দাসও এসেছেন একাদশে। রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব খেলছেন এই ম্যাচে।

বাদ পড়েছেন জাকির হাসান। চোটের কারণে নেই তাওহিদ হৃদয়। পারিবারিক কারণে এই সফরে আসেননি মোস্তাফিজুর রহমান। জায়গা হারিয়েছেন শরীফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রেন্ডন কিং, এভিন লুইস, কেসি কার্টি, শেই হোপ (অধিনায়ক), শারফেইন রাদারফোর্ড, জাস্টিন গ্রিভস, রস্টন চেইস, রোমারিও শেফার্ড, গুদাকেশ মোতি, আলজারি জোসেফ ও জেডেন সিলস।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর