চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে বাংলাদেশে, দেখা যাবে যেভাবে
৯ ডিসেম্বর ২০২৪ ১৫:২৬ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৪ ১৫:৩১
ভারতের পাকিস্তানে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত এবং আয়োজক দেশ পাকিস্তানের অনড় অবস্থানের কারণে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি এখনো ঘোষণা হয়নি। তবে দেখতে দেখতে চ্যাম্পিয়ন্স ট্রফির দিনক্ষণ কিন্তু ঘনিয়ে এলো। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে মাঠে গড়ানোর কথা মর্যাদার এই লড়াইয়ের। এই মুহূর্তে অংশগ্রহণকারী দেশগুলোতে সফর করছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সূচি অনুযায়ী আজ বাংলাদেশে এসে পৌঁছার কথা ট্রফির।
আজ ৯ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এই সময়ের মধ্যে দেশের বেশ কয়েকটি স্থানে প্রদর্শীত হবে ট্রফিটি।
দুবাইভিত্তিক বহুজাতিক লজিস্টিক কোম্পানি ‘ডিপি ওয়ার্ল্ড’–এর তত্ত্বাবধানে ট্রফির বিশ্বভ্রমণ পর্ব শুরু হয়েছে আয়োজক দেশ পাকিস্তান থেকে। ১৬ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন স্থান প্রদর্শীত করেছে ট্রফি। এরপর নিয়ে যাওয়া হয় আফগানিস্তানে। আজ এলো বাংলাদেশে।
জানা গেছে, আগামীকাল থেকে জনসমক্ষে প্রদর্শীত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামীকাল কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে প্রদর্শন করা হবে ট্রফিটি। সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত উন্মুক্ত করা রাখা হবে।
১২ ডিসেম্বর ঢাকার পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে প্রদর্শীত করা হবে এটি। সেদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের দর্শনের জন্য ট্রফিটি রাখা হবে। ১৩ ডিসেম্বর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত ট্রফি প্রদর্শীত হবে।
এতে জাতীয় পুরুষ ও নারী দলের বর্তমান, সাবেক ক্রিকেটাররা, ক্রিকেট কর্মকর্তারা, সংগঠক ও সাংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত রাখা হবে। সেদিনই ঢাকা ছেড়ে যাবে ট্রফিটি।
সারাবাংলা/এসএইচএস