এশিয়া কাপ জয়ী যুবাদের জন্য মোটা অংকের অর্থ পুরস্কার ঘোষণা
৯ ডিসেম্বর ২০২৪ ১৯:৫৮ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ০৪:১০
ফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারর মতো যুব এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এমন সাফল্যে যুবাদের জন্য মোটা অংকের অর্থ পুরস্কার ঘোষণা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গৌরবময় অর্জনের জন্য যুব ক্রিকেট দলকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। বিবৃতিতে বলা হয়েছে, ‘অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের গৌরবময় সাফল্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তথা জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ হতে মাননীয় উপদেষ্টা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং মাননীয় চেয়ারম্যান, জাতীয় ক্রীড়া পরিষদ অনূর্ধ্ব-১৯ পুরুষ ক্রিকেট দলকে ৫০ লাখ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করছেন।’
পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে উঠে বসা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল গত ৮ ডিসেম্বর ফাইনালে শক্তিশালী ভারতকেও বড় ব্যবধানে হারিয়েছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে আগে ব্যাটিং করে ১৯৮ রান তুলেছিল বাংলাদেশ। পরে দুর্দান্ত বোলিংয়ে ৩৫.২ ওভারে ১৩৮ রানেই ভারতকে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
যুব এশিয়া কাপে গতবারও শিরোপা জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ভারতের পর দ্বিতীয় দল হিসেবে টুর্নামেন্টে একের অধিক শিরোপা জিতল বাংলাদেশ।
সারাবাংলা/এসএইচএস