ট্রফি নিয়ে দেশে ফিরেছেন এশিয়া জয়ী যুবারা
১০ ডিসেম্বর ২০২৪ ১৩:০৫
পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে এবং ফাইনালে ভারতের মতো দলকে বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যুব এশিয়া কাপে বাংলাদেশের এবারের শিরোপা জয়টা ছিল স্বপ্নময়। স্বপ্নের শিরোপা নিয়ে দেশে ফিরেছেন যুবারা।
গতকাল মধ্যরাতে কোচিং স্টাফসহ দেশে ফিরেছেন ক্রিকেটাররা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এশিয়া জয়ী যুবাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক আকরাম খান, নাজমুল আবেদিন ফাহিমসহ বেশ কয়েকজন কর্মকর্তা।
জানা গেছে, বিসিবির পক্ষ থেকে যুবাদের জন্য বড় করে সংবর্ধনার আয়োজনও করা হবে। সঙ্গে অর্থ পুরস্কারের ঘোষণাও আসতে যাচ্ছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ এই মুহূর্তে দেশের বাইরে। তিনি দেশে ফিরলে এশিয়া জয়ী যুবাদের জন্য অর্থ পুরস্কারের ঘোষণা আসবে বলে জানা গেছে।
এদিকে, গতকাল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এশিয়া জয়ী যুবাদের জন্য ৫০ লক্ষ টাকার অর্থ পুরস্কার ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যুব বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে আগে ব্যাটিং করে ১৯৮ রান তুলেছিল বাংলাদেশ। এই পুঁজি নিয়েই ভারতকে হারিয়ে দিয়েছে বাংলাদেশের বোলিং আক্রমণ। ভারতকে মাত্র ১৩৯ রানেই গুটিয়ে দিয়ে বড় ব্যবধানে ম্যাচ জিতে শিরোপা নিশ্চিত করেছে বাংলাদেশ।
সারাবাংলা/এসএইচএস