Tuesday 10 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিজ বাঁচানোর ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৪ ১৯:০৮ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১৯:৫৯

টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে উইন্ডিজ

সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। একই মাঠে প্রথম ওয়ানডেতে পাঁচ উইকেটে হারায় মিরাজদের জন্য এই ম্যাচ হয়ে উঠেছে সিরিজে টিকে থাকার লড়াই। আগের ম্যাচে শারফেন রাদারফোর্ডের দুর্দান্ত সেঞ্চুরিতে বাংলাদেশের দেয়া ২৯৫ রানের লক্ষ্য ১৪ বল হাতে রেখেই টপকে যায় উইন্ডিজ।

একাদশে একটি করে পরিবর্তন এনেছে দুই দলই । তাসকিন আহমেদের বদলে বাংলাদেশের একাদশে এসেছেন শরীফুল ইসলাম। আলজারি জোসেফকে বিশ্রাম দিয়েছে উইন্ডিজ। তার জায়গায় আসা ডানহাতি পেসার মারকুইনো মিন্ডলের হচ্ছে ওয়ানডে অভিষেক।

বিজ্ঞাপন

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রেন্ডন কিং, এভিন লুইস, কেসি কার্টি, শেই হোপ (অধিনায়ক), শারফেইন রাদারফোর্ড, জাস্টিন গ্রিভস, রস্টন চেইস, রোমারিও শেফার্ড, গুদাকেশ মোতি, মারকুইনো মিন্ডলে ও জেডেন সিলস।

সারাবাংলা/জেটি

বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর