‘ভারতীয়দের জবাব দেওয়া দরকার ছিল’
১০ ডিসেম্বর ২০২৪ ১৯:১৪ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১৯:২১
সেমিফাইনালে পাকিস্তান, ফাইনালে ভারতকে হারিয়ে যুব এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গ্রুপ পর্বে হারাতে হয়েছে আফগানিস্তানকে। যাত্রাটা মোটেও সহজ ছিল না। ক্রিকেটের সঙ্গে লড়তে হয়েছে মনস্তাত্ত্বিক লড়াইও। ফাইনাল ম্যাচে ভারতীয় ক্রিকেটাররা উপর্যপরি স্লেজিং করে গেছেন বাংলাদেশি ক্রিকেটারদের। বাংলাদেশও পাল্টা স্লেজিংয়ের পথ বেঁছে নিয়েছিল। সেই গল্পটাই শোনালেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম।
ফাইনাল ম্যাচ বেশ কয়েকবার উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা গেছে ভারত-বাংলাদেশি ক্রিকেটারদের। তামিম জানালেন, শুরুটা ভারতীয়রাই করেছিল। বাংলাদেশি ক্রিকেটাররা চুপ করে না থেকে পরে তারাও পাল্টা জবাব দিয়েছে।
গতকাল রাতে ট্রফি নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বিমানবন্দরে তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে বিসিবির পক্ষ থেকে। বিসিবির তরফ থেকে আরও সংবর্ধনা ও অর্থ পুরস্কারের ঘোষণা আসতে যাচ্ছে বলে জানা যাচ্ছে।
এর মধ্যে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে আজিজুল হাকি জানালেন যুব এশিয়া কাপ জয়ের গল্প। বলেছেন, ম্যাচে ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা কিভাবে স্লেজিং করেছেন তাদের।
তামিম বলেন, ‘তারা (ভারতীয় খেলোয়াড়রা) স্লেজিং করেছে, এবং আমরা তা ফিরিয়ে দিয়েছি… জিততে হলে আপনাকে কিছু আগ্রাসন দেখাতে হবে, কিছু স্লেজিং করতে হবে।’
সেমিফাইনালে পাকিস্তান ম্যাচের একটা ঘটনা উল্লেখ করে তামিম বলেন, ‘আমি একটি ফ্রি হিট মিস করেছিলাম। একজন পাকিস্তানি ফিল্ডার আমাকে জিজ্ঞেস করলেন, “তুমি কি বলটি দেখেছ?” এরপর, আমি একটি ছক্কা মারলাম এবং তারপর তাকে জিজ্ঞাসা করলাম, “তুমি কি এইবার বল দেখেছ?’”
যুব এশিয়া কাপ জিতে আগামী যুব বিশ্বকাপের জন্য আত্মবিশ্বাসী হয়ে উঠেছে বাংলাদেশ। জুনিয়র টাইগারদের চোখ এখন বিশ্বকাপে। আজিজুল হাকিম তামিম বলেন, ‘এশিয়া কাপ জিতে আমরা আত্মবিশ্বাস অর্জন করেছি। ভারত ও পাকিস্তানের মতো দলকে হারানোও আপনাকে আত্মবিশ্বাসী করে তোলে। আমরা এই আত্মবিশ্বাস ধরে রাখার চেষ্টা করব। আমাদের সামনে কয়েকটি সিরিজ এবং তারপর বিশ্বকাপ। আমরা ভালো পারফর্ম করার চেষ্টা করবো।’
সারাবাংলা/এসএইচএস