লিটনকে অধিনায়ক করে টি-টোয়েন্টি দল ঘোষণা
১০ ডিসেম্বর ২০২৪ ২১:৪৩ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ২২:৫৩
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই সফরে যাননি কুঁচকির চোটে। ১৫ সদস্যের দলে অধিনায়কত্ব দেয়া হয়েছে লিটন কুমার দাসকে। দলে নতুন মুখ পেসার রিপন মন্ডল। দলে ফিরেছেন সৌম্য সরকার-আফিফ হোসেন, হাসান মাহমুদ।
লিটন এর আগে একবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের অধিনায়কত্ব করেছেন। ২০২১ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে দলকে নেতৃত্ব দেন এই ডানহাতি ব্যাটার।
যদিও ব্যাট হাতে ছন্দে নেই লিটন। তিন ফরম্যাট মিলিয়ে সর্বশেষ ২০ ইনিংসে নেই কোনো ফিফটি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও আউট হয়েছেন অফ স্টাম্পের বাইরের বলে পুল করতে গিয়ে। তবুও অধিনায়ক হিসেবে তার ওপরই ভরসা করল টিম ম্যানেজমেন্ট।
১৫ সদস্যের দলে ডাক পাওয়া ২১ বছর বয়সী ডানহাতি পেসার রিপন মন্ডল গত বছরের অক্টোবরে এশিয়ান গেমসে জাতীয় দলের হয়ে তিনটি টি-টোয়েন্টি খেলেন। এরপর আর ম্যাচ পাননি তিনি। এক বছরেরও বেশি সময় পর আবার ছোট ফরম্যাটের দলে ফিরলেন এই পেসার।
গত বছরের ডিসেম্বরে সর্বশেষ টি-টোয়েন্টি খেলা আফিফ হোসেন ফিরেছেন উইন্ডিজের বিপক্ষে আসন্ন এই সিরিজের দলে। তার সাথে দলে ফিরেছেন সৌম্য সরকার, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারীও।
বাংলাদেশের সর্বশেষ ভারত সফরের টি-টোয়েন্টি দল থেকে বেশ কয়টি পরিবর্তন এসেছে। টি-টোয়েন্টি থেকে অবসর নেয়া মাহমুদউল্লাহ স্বাভাবিকভাবেই নেই দলে। পারিবারিক কারণে উইন্ডিজ সফরের সাদা বলের দুই সিরিজ থেকে ছুটি নিয়েছেন মোস্তাফিজুর রহমান। চোট না সারায় নেই তাওহিদ হৃদয়ও। বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান।
আগামী ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে তিন টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী নিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও রিপন মন্ডল।
সারাবাংলা/জেটি