চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ সফর উদ্বোধন ক্রীড়া উপদেষ্টার
১০ ডিসেম্বর ২০২৪ ২২:০৭ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ০০:১৪
ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতায় এখনও ঝুলে আছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য, সূচি কিংবা ভেন্যুর কিছুই চূড়ান্ত হয়নি। তবে এই অনিশ্চয়তার মধ্যেই আইসিসি শুরু করেছে চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপার বিশ্ব ভ্রমণ। এর অংশ হিসেবে গতকাল (০৯ ডিসেম্বর, সোমবার) বাংলাদেশে এসে পৌঁছেছে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা।
আজ (১০ ডিসেম্বর, মঙ্গলবার) নিজ সরকারি বাসভবন প্রাঙ্গণে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ পর্বের অনুষ্ঠানিক সফরের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
চ্যাম্পিয়নস ট্রফির সাথে ছবি তুলে পোস্ট করা হয়েছে আসিফ মাহমুদের ভেরিফায়েড ফেসবুক পেজে। সেই পোস্টে লেখা হয়, ‘২০১৭ সালের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারে আইসিসি মেনস চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরে এসেছে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। নিয়ম অনুযায়ী প্রতিযোগিতা শুরু হওয়ার আগে আইসিসির সদস্য দেশগুলোতে ঘুরবে ট্রফিটি। পাকিস্তান, আফগানিস্তান পর্ব শেষ করে ট্রফিটি এখন বাংলাদেশ সফরে। তারই অংশ হিসাবে মঙ্গলবার (১০ ডিসেম্বর ২০২৪) যুব ও ক্রীড়া উপদেষ্টার সরকারি বাসভবন প্রঙ্গণে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ পর্বের অনুষ্ঠানিক সফরের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।’
আগামীকাল বুধবার কক্সবাজারের লাবণী পয়েন্ট সমুদ্র সৈকতে সকাল ১০টা থেজে দুপুর ৩টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে ট্রফির প্রদর্শনী। সেদিনই ঢাকায় ফিরিয়ে আনা হবে ট্রফিটি।
বৃহস্পতিবার রাজধানীর পান্থপথস্ত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে রাখা হবে প্রদর্শনীর জন্য সকাল ১টা থেকে রাত ৮টা পর্যন্ত। শুক্রবার ট্রফি যাবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এটা উন্মুক্ত থাকবে জাতীয় নারী ও পুরুষ দলের ক্রিকেটার, সাবেক ও বর্তমান ক্রিকেটার, সংগঠক এবং সংবাদকর্মীদের জন্য।
বাংলাদেশ সফর শেষে ট্রফি চলে যাবে দক্ষিণ আফ্রিকায়। দক্ষিণ আফ্রিকা থেকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ঘুরে টুর্নামেন্টের স্বাগতিক দেশ পাকিস্তানে পৌঁছাবে।
সারাবাংলা/জেটি
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব ও ক্রীড়া উপদেষ্টা