Wednesday 11 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অসহায় আত্মসমপর্ণে ১০ বছর পর উইন্ডিজের কাছে সিরিজ হার

স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৪ ০২:২৮ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ১০:৩৭

এক ম্যাচ আগেই সিরিজ হারল বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে সুখস্মৃতি খুঁজতে চাইলে ওয়েস্ট ইন্ডিজকে হাতড়াতে হতো ১০ বছর আগের স্মৃতি। সর্বশেষ ২০১৪ সালেই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল ক্যারিবিয়ানরা। কিন্তু আজ সেন্ট কিটসে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের দেয়া ২২৮ রানের লক্ষ্য মাত্র ৩ উইকেট হারিয়ে টপকে গেল উইন্ডিজ। ৭ উইকেটের এই জয়ে ১০ বছরের অপেক্ষা ঘুচল তাদের। হতশ্রী ব্যাটিংয়ের পর বাংলাদেশী বোলারদের অসহায় আত্মসম্পর্ণে ৭৯ বল বাকি রেখে এক ম্যাচ আগেই সিরিজ জিতলেন শেই হোপরা।  

বিজ্ঞাপন

সাথে একটা চক্রও পূরণ হলো ক্যারিবিয়ানদের। বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে জেতা ২০১৪ সালের সেই সিরিজটা ছিল তাদের ঘরের মাঠেই। আজ ঘরের মাঠেই জিতল আরেকটা ওয়ানডে সিরিজ। সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে ষষ্ঠ সিরিজ জয় তাদের। 

রান তাড়ায় নেমে সেই অর্থে কোনো বড় চ্যালেঞ্জের মুখেই পড়েননি উইন্ডিজের দুই ওপেনার এভিন লুইস আর ব্র্যান্ডন কিং। শুরুতে শরীফুল ইসলাম, তানজিম সাকিবরা সুইং-মুভমেন্ট পেলেও উইকেট নিতে পারেননি। বাঁহাতি ওপেনার লুইসকে কিছুটা ভোগাতে পারলেও কিং করেছেন সাবলীল ব্যাটিং। দুজনের ব্যাটিং ইন্টেন্টের সামগ্রিক একটা ধারণা দিতে পারে লুইসের শুরুটা। প্রথম ২৫ বল খেলে তুলেছিলেন মাত্র ৬ রান। এরপরই খোলস ছেড়ে বেরিয়ে আসেন এই বাঁহাতি ব্যাটার। পায়ের ওপর উঠে আসা বলে দারুণ সব ফ্লিক করেছেন। বাতাস কাজে লাগিয়ে মেরেছেন দুটো ছক্কাও। অফ স্টাম্পের বাইরে লাইনে পিচ করা উঠে আসা বলগুলোতে খেলেছেন স্কয়ার কাট। 

 তবে স্বচ্ছন্দে ব্যাট করতে থাকা লুইসের ছন্দপতন ঘটান রিশাদ হোসেন। ফিফটি থেকে এক রান দূরে থাকতে এই লেগির হাতে ফিরতি ক্যাচ দেন তিনি, ভাঙে  ১০৯ রানের ওপেনিং জুটি। তৃতীয় উইকেটেও বড় একটা জুটি পায় উইন্ডিজ। কিংকে সঙ্গ দেন কেসি কার্টি, দুজন মিলে গড়েন ৭৪ রানের জুটি। এই জুটির পথে সুযোগ দেননি কেউই বাংলাদেশি বোলারদের। তাদের সাবলীল ব্যাটিংয়ে ক্রমেই নির্বিষ হয়ে উঠছিলেন তানজিম-শরীফুলরা। 

এই ম্যাচে বল হাতে বাংলাদেশ দ্বিতীয় সাফল্য পায় নাহিদ রানার হাত ধরে। ৩০তম ওভারে বোলিংয়ে ফিরে দারুণ গতির এক ফুল লেংথ বলে বোল্ড করে সেঞ্চুরির পথে থাকা কিংকে। ৮টি চার ও ৩টি ছক্কায় ৭৬ বলে ৮২ রান করেন ডানহাতি এই ব্যাটার। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শারফেন রাদারফোর্ড শরীফুলকে ছক্কা মেরে ম্যাচ জেতানোর আগে আরেক উইকেটের পতন ঘটান আফিফ হোসেন। 

বিজ্ঞাপন

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে পুরো ৫০ ওভারও ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ। টপ অর্ডার ব্যাটাররা আজও ব্যর্থ। ২২৮ রানে অলআউট হয়ে গেছে ৪৫.৫ ওভারে। মান বাঁচানো সংগ্রহ এসেছে মাহমুদউল্লাহ-তানজিমের রেকর্ড জুটিতে। ১১৫ রানে সাত উইকেট পড়ার পর অষ্টম উইকেটে দুজন মিলে গড়েছেন ৯২ রানের জুটি। 

শুরুর সেই ব্যাটিং ধ্বসের পর দেড়শ রানও মনে হচ্ছিল বাংলাদেশের অনেক দূরের পথ। মাহমুদউল্লাহর সাথে তানজিমের পাল্টা আক্রমণে দুশো পেরোয় দলের রান। এই জুটির পথে তানজিম খেলেছেন ক্যারিয়ার সেরা ৪৫ রানের ইনিংস। চার মেরেছেন চারটি, ছক্কা দুটি। ফিফটি পাননি অল্পের জন্য রস্টন চেইজের সাথে ফিরতি ক্যাচ দিয়ে। তানজিমের পর বেশিক্ষণ টিকতে পারেননি মাহমুদউল্লাহও। জেডেন সিলসের বলে আউট হওয়ার আগে অবশ্য পেয়েছেন সিরিজে টানা দ্বিতীয় ফিফটি। ৯২ বলে খেলেন ৬২ রানের ইনিংস। ৩১-তম ওয়ানডে ফিফটি পাওয়া মাহমুদউল্লাহ ইনিংসটি সাজান চারটি ছক্কা ও দুইটি চারে। 

তবে বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা দুর্দান্ত হয়েছিল তানজিদ হাসানের হাত ধরে। ইনিংসের প্রথম বলেই চার মেরেছিলেন এই বাঁহাতি। প্রথম ওভার করা অভিষিক্ত মিন্ডলের ওপর দিয়েই চালিয়েছেন তাণ্ডব। তৃতীয় ওভারেই মেরেছেন এক চার আর দুই ছক্কা। গ্রিভসের ওপরও চড়াও হয়েছিলেন টানা দুই চারে। কিন্তু আগের ম্যাচের মতোই পয়েন্টে চেইজের হাতে ক্যাচ দিয়ে থামেন ব্যক্তিগত ৪৬ রানে। আগের ম্যাচেও ফিফটি পেয়েছিলেন তিনি। 

সৌম্য, লিটন, জাকের সবাই আজ আউট হয়েছেন সিংগেল ডিজিটে। তবে দৃষ্টিকটুভাবে অফ স্টাম্পের বাইরের শর্ট লেংথের বলে পুল করতে গিয়ে ক্যাচ দেন এই ডানহাতি ব্যাটার। চার উইকেট নেন পেসার সিলস। 

সারাবাংলা/জেটি

বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর

বিজ্ঞাপন

‘আমরা চাই না সরকার ব্যর্থ হোক’
১১ ডিসেম্বর ২০২৪ ১০:২১

আরো

সম্পর্কিত খবর