এনসিএল টি-টোয়েন্টি
নাঈম তাণ্ডব, রকিবুলের ঘূর্ণি জাদুতে জয়ে শুরু ঢাকা মেট্রোর
১১ ডিসেম্বর ২০২৪ ১৪:৫১ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ১৪:৫২
অধিনায়ক নাঈম শেখের সাথে ইমরানউজ্জামানের বিধ্বংসী ব্যাটিং। শেষটায় বাঁহাতি স্পিনার রকিবুল হাসানের ঘূর্ণি জাদু। দুইয়ে মিলে বরিশাল বিভাগকে ৩১ রানে হারিয়ে এনসিএল টি-টোয়েন্টি শুরু করল ঢাকা মেট্রো। টসে হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৯২ রান তোলে ঢাকা মেট্রো। সিলেট আউটার স্টেডিয়ামে লক্ষ্য তাড়ায় নেমে আট উইকেট হারিয়ে ১৬১ রান তুলতে সক্ষম হয় বরিশাল।
আবু হায়দার রনি, শহীদুল ইসলামের সাথে আলিসের স্পিনে শুরুতেই বিপাকে পড়ে বরিশাল। দুইশো ছোঁয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫০ রানের মধ্যেই প্রথম তিন ব্যাটারকে হারায়। ব্যতিক্রম ছিলেন তিনে নামা ফজলে মাহমুদ রাব্বি। একপ্রান্তে দাঁড়িয়ে একাই সামাল দেয়ার চেষ্টা করেন পরিস্থিতি। আহরার আমিনকে নিয়ে দলকে জয়ের পথে রাখার চেষ্টাও করেন ৮২ রানের জুটিতে। রান আউট হওয়ার আগে এই বাঁহাতি ৫২ বলে ৭৭ রান করেন চারটি চার ও পাঁচ ছক্কায়।
ফজলে মাহমুদের পর জয়ের চেষ্টা করেন অধিনায়ক সোহাগ গাজী। তবে শেষ পর্যন্ত উইকেটে থাকলেও দলকে জেতাতে পারেননি তিনি। পেসারদের গড়ে দেয়া ভিতে দাঁড়িয়ে শেষ ধাক্কাটা দিয়েছেন রকিবুল, টেইলএন্ডারদের চড়ে বসতে দেননি একেবারেই। চার ওভার বল করে ২৬ রানে নেন তিন উইকেট।
এর আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাট করেন ঢাকা মেট্রোর অধিনায়ক নাঈম শেখ ও ওপেনার ইমরানউজ্জামান। ১১ ওভারেই দলের রান নিয়ে যান ১১৯-এ। আউট হবার আগে ৩৫ বলে ৬৫ রান করেন পাঁচ চার ও চার ছক্কায়। নাঈমের পরই ফিরে যান ইমরান। এই ডানহাতি করেন ৩৩ বলে ৫২। শেষদিকে তাহজিবুল ইসলামের ২৫ বলে ৩৬, আবু হায়দারের ৯ বলে ১৫ রানের ইনিংসে ১৯২ রানের সংগ্রহ পায় ঢাকা মেট্রো।
সারাবাংলা/জেটি