Wednesday 11 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে মিরাজ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৪ ১৬:২১

টেস্ট অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে দুইয়ে উঠে এসেছেন মিরাজ

ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করলেও ওয়ানডে সিরিজটা হেরে বসেছে বাংলাদেশ। দুই ফরম্যাটেই বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। সব মিলিয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অম্লমধুর সময়ই কাটছে এই অলরাউন্ডারের। গতকাল ১০ বছর পর উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর আজ অবশ্য একটু ভালো সংবাদ পেয়েছেন তিনি। আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা দ্বিতীয় অবস্থানে উঠেছেন মিরাজ। 

বিজ্ঞাপন

উইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজে চার ইনিংস ব্যাট করে ৩৬.৫ গড়ে ১৪৬ রান করা মিরাজ, উইকেটও নিয়েছেন মোট পাঁচটি।  এই পারফরম্যান্সই তাকে এগিয়ে দিল দুই ধাপ। আইসিসির সাপ্তাহিক র‍্যাংকিং হালনাগাদে ২৮৪ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় সেরা টেস্ট অলরাউন্ডার এখন তিনি। যথারীতি শীর্ষে রবীন্দ্র জাদেজা, তিনে রবিচন্দ্রন অশ্বিন, চারে সাকিব আল হাসান। 

ওয়ানডে ব্যাটারদের র‍্যাংকিংয়ে তিন ধাপ উন্নতি হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের। উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে টানা দুই ফিফটি করে উঠে এসেছেন ৪০-তম অবস্থানে। তার রেটিং পয়েন্ট ৫৪৬। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সেরা অবস্থানে থাকা নাজমুল হোসেন শান্তর হয়েছে তিন ধাপ অবনমন। ৫৯২ রেটিং পয়েন্ট নিয়ে এই বাঁহাতি এখন ২৭তম অবস্থানে। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে আরব আমিরাতে ওয়ানডে খেলা শান্ত, চোটে ছিটকে গেছেন উইন্ডিজ সফর থেকে।

সারাবাংলা/জেটি

আইসিসি র‍্যাংকিং মেহেদী হাসান মিরাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর