এনসিএল টি-টোয়েন্টি
আলোকস্বল্পতায় হার রাজশাহীর, বৃথা গেল হাবিবুরের বিধ্বংসী ইনিংস
১১ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৫
৩৮ বলে ৬৬ রানের ঝলমলে এক ইনিংস, রাজশাহীর হাবিবুর রহমানের এমন ব্যাটিং টি-টোয়েন্টির বিচারে আদর্শ। তবুও এনসিএল টি-টোয়েন্টিতে খুলনার বিপক্ষে বৃথা গেল তার এই প্রচেষ্টা। ১৭৩ রানের লক্ষ্য টপকাতে গিয়ে ১৭.২ ওভারে রাজশাহী করতে পারল ৩ উইকেটে ১৫৩। সিলেট একাডেমি মাঠে আলোকস্বল্পতায় খেলার দৈর্ঘ্য আর না বাড়ায় ডিএলএস মেথডে ১১ রানে জয়ী ঘোষণা করা হয় খুলনাকে।
রান তাড়ায় নেমে ঘরোয়া ক্রিকেটে হার্ড হিটার হিসেবে পরিচিতি পাওয়া হাবিবুর হাজির হলেন বিধ্বংসী রুপেই। অন্য প্রান্তে সাব্বির হোসেনকে দর্শক বানিয়ে একাই তাণ্ডব বইয়ে দেন এই ডানহাতি ব্যাটার। ৮৯ রানের ওপেনিং জুটিতে হাবিবুর একাই করে ৩৮ বলে ৬৬। মৃত্যুঞ্জয়ের বলে আউট হওয়ার আগে ১৭০ ছাড়ানো স্ট্রাইকরেটের এই ইনিংস হাবিবুর সাজান আট চার ও চারটি ছক্কায়।
তিনে নেমে রাজশাহী অধিনায়ক প্রীতম কুমার খেলেন ২২ বলে ৩০* রানের ইনিংস। মৃত্যুঞ্জয়ের দ্বিতীয় শিকার হওয়ার আগে মেহেরব হোসেন খেলেন ২৬ রানের ইনিংস। তবে ১৮-তম ওভারের দ্বিতীয় বলের পর আর খেলা গড়ায়নি মাঠে।
এর আগে টস জিতে ব্যাট করতে নামা খুলনার হয়ে দারুণ ফিনিশিং টাচ দিয়েছেন মৃত্যুঞ্জয়। ১৩১ রানে ছয় উইকেট হারানোর পর মাঠে গিয়েই পাল্টা আক্রমণ করেন এই বাঁহাতি। ১৫ বলে তিন চার আর দুই ছক্কায় খেলেন ৩৫* রানের দারুণ এক ক্যামিও। ৩১ বলে ৫৩ রান করেছেন যুব এশিয়া কাপজয়ী অধিনায়ক আজিজুল হাকিম তামিম। গ্লোবাল সুপার লিগ জিতে আসা অধিনায়ক নুরুল হাসান সোহান খেলেন ২৬ বলে ৩৭ রানের ইনিংস। সাত উইকেট হারিয়ে ১৭২ রান করে খুলনা। রাজশাহীর হয়ে চার ওভার বল করে মাত্র ১৮ রান দিয়ে তিন উইকেট নেন ফরহাদ রেজা।
সারাবাংলা/জেটি