Wednesday 11 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিএল টি-টোয়েন্টি
প্রত্যাবর্তনে ব্যর্থ তামিম, সহজ জয় রংপুরের

স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৪ ১৮:১৬

ফেরার ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ তামিম

এনসিএল টি-টোয়েন্টি দিয়ে দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন তামিম ইকবাল। প্রত্যাবর্তনের ম্যাচে একটা করে চার আর ছক্কার মারে শুরুটা দারুণ হলেও ইনিংস বড় করতে পারেননি এই বাঁহাতি ওপেনার। তার ব্যর্থতার ম্যাচে মাত্র ১৩২ রান করে চট্টগ্রাম। ছোট সেই লক্ষ্য ১৯ বল হাতে রেখে টপকে গেছে রংপুর। আকবর আলীরা টুর্নামেন্ট শুরু করলেন সাত উইকেটের জয় দিয়ে। 

রান তাড়ায় নেমে তেমন কোনো বেগই পোহাতে হয়নি রংপুরের ব্যাটারদের। ওপেনার রিজওয়ান ২২ রানের মাথায় ফিরলেও তিনে নামা নাঈম ইসলামের ১২ বলে ২৪ রানের ইনিংসে জয়ের পথ আরো সুগম হয় দলটির। অধিনায়ক আকবর আলী খেলেন ১৯ বলে ২৫ রানের ইনিংস। চতুর্থ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে তানবীর হায়দার খেলেন ৩৭ বলে ৪১ রানের ইনিংস। শেষদিকে আলাউদ্দিন বাবুর টানা দুই বাউন্ডারিতে নিশ্চিত হয় সাত উইকেটের জয়।  

বিজ্ঞাপন

এর আগে টসে হেরে চট্টগ্রামের হয়ে ব্যাট করতে নেমে রংপুরের স্পিনার আনামুল হককে এক্সট্রা কভার দিয়ে চার মারেন তামিম। ডাউন দ্য গ্রাউন্ডে এসে ছক্কাও মেরেছেন এই বাঁহাতি। তবে স্টাম্প লাইনে পিচ করা বলে তামিমকে বোল্ড করে প্রতিশোধও নেন আনামুল। ১০ বলে ১৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন তামিম। 

ইনিংসের প্রথম ওভারে তিন চারে দারুণ শুরু পেলেও তামিমের সাথে ভুল বোঝাবুঝিতে রান আউটে কাটা পড়েন মাহমুদুল হাসান জয়। মিডল অর্ডারে ইয়াসির আলী, মুমিনুল হক, ইরফান শুক্কুর উইকেটে সেট হলেও বড় ইনিংস খেলতে পারেননি কেউই। তাদের আটকে রাখেন দারুণ বল করা মুকিদুল ইসলাম মুগ্ধ। চার ওভার বল করে মাত্র ১৭ রান দিয়ে তিন উইকেট নেন এই ডানহাতি পেসার।  

সারাবাংলা/জেটি

এনসিএল টি-টোয়েন্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর