Thursday 12 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিএল টি-টোয়েন্টি
ঢাকাকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় রংপুরের

স্পোর্টস করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৪ ১৭:০৬ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১৭:০৭

টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে রংপুর

জাঁকিয়ে বসা শীতের প্রভাবে দিনের আলো খুব বেশি থাকছে না সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এনসিএল টি-টেয়েন্টিতে গতকাল খুলনা-রাজশাহী ম্যাচের পর আজও আলোকস্বল্পতায় ডিএলএস মেথডে নিষ্পত্তি হয়েছে রংপুর-ঢাকার ম্যাচও। রংপুরের দেয়া ১৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকা ১৭ ওভারে ৯ উইকেটে ১১২ রান তোলার পর আলোকস্বল্পতায় আর খেলা চালানো সম্ভব হয়নি। ডিএলএস মেথডে ২১ রানে জিতেছে রংপুর। 

সিলেটের বিপক্ষে ২০৬ রান তাড়া করে ম্যাচ জেতা ঢাকা বিভাগ আজ ছিল ব্যর্থ। ৭৫ রানের মধ্যেই হারায় প্রথম পাঁচ ব্যাটারকে। মোহাম্মদ রিজওয়ানের বোলিং তোপে একে একে ফিরেছেন ঢাকা অধিনায়ক সাইফ হাসান, আরিফুল ইসলাম, মাহিদুল অংকনরা। চার ওভার বল করে একাই চার উইকেট নেন ডানহাতি পেসার রিজওয়ান। ঢাকার পক্ষে দলীয় সর্বোচ্চ ১৮ রানের ইনিংস খেলেছেন আরাফাত সানি জুনিয়র। 

বিজ্ঞাপন

এর আগে টস হেরে ব্যাট করতে নামা রংপুরের শুরুটাও ভালো হয়নি। সব মিলিয়ে পাঁচ উইকেটে ১৪০ রান তোলে দলটি। দলীয় ৪১ রানের মধ্যে ফেরেন চার টপ অর্ডার ব্যাটার। পরের দলের হাল ধরেন অধিনায়ক আকবর আলী ও আরিফুল হক। পঞ্চম উইকেটে দুজন যোগ করেন ৫১ রান। এই জুটিতে দলকে লড়াইয়ে ফেরানোর পর আকবর আলী ব্যক্তিগত ২৫ রানে আউট হলেও শেষ পর্যন্ত উইকেটে ছিলেন আরিফুল। ৩৯ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন এই ডানহাতি। ১৭ বলে ১৬* রানের ক্যামিও খেলেন আনামুল হক। 

সারাবাংলা/জেটি

এনসিএল টি-টোয়েন্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর