এনসিএল টি-টোয়েন্টি
ফরহাদ রেজার তাণ্ডবেও জিতল না রাজশাহী
১২ ডিসেম্বর ২০২৪ ১৭:৪৯ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১৭:৫২
ঢাকা মেট্রোর দেয়া ১৬৩ রানের লক্ষ্য ছুঁতে গিয়ে ৬৬ রানে পাঁচ উইকেট হারিয়ে তখন ধুঁকছে রাজশাহী। উইকেটে গেলেন ফরহাদ রেজা, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তখনও জয় থেকে ৯৭ রান দূরে দল। পরের তিন ওভারের মধ্যে আরো দুই উইকেট পড়ায় বাড়ে বিপদ। কিন্ত ফরহাদ রেজার ব্যাটিং ঝড়ে জয়ের সুবাস পেতে থাকে রাজশাহী। পাল্টা আক্রমণে পেয়ে যান ফিফটিও। তবে শেষ ওভারে শহীদুল ইসলামের দারুণ বোলিংয়ে থামেন এই ডানহাতি ব্যাটার। রাজশাহীকে ১৫৭ রানে অল আউট করে পাঁচ রানের রোমাঞ্চকর এক জয় পায় ঢাকা মেট্রো।
পুরোটা সময় টেইলএন্ডারদের নিয়ে ব্যাট করেছেন ফরহাদ রেজা। অন্য প্রান্তে আসা-যাওয়ার মিছিল থাকলেও এই ডানহাতি করে গেছে পাল্টা আক্রমণ। ব্যাটিং তাণ্ডবের শুরু ইনিংসের ১৫ তম ওভারে মারুফ মৃধাকে দুই ছক্কা মেরে। ১৭ তম ওভারে শহীদুলকে তিন চার মেরে আরো জমিয়ে তোলেন লড়াই। পরের ওভারে মারুফকে সামনে পেয়ে আরেক দফায় ছড়ি ঘোরান ফরহাদ, দুই চার এক ছয়ে। ২৮ বলে করেন স্বীকৃত টি-টোয়েন্টিতে নিজের প্রথম ফিফটি। ১৯তম ওভারে আবু হায়দার রনিকে টানা দুই চার মেরে ম্যাচকে নিয়ে আসতে থাকেন হাতের মুঠোয়।
তবে শহীদুলের করা শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল রাজশাহীর। তবে মোহর শেখের কাছ থেকে স্ট্রাইক পেয়ে তিন বলে কোনো রানই তুলতে পারেননি ফরহাদ। বাউন্সারে তুলে মারতে গিয়ে লং অনে ক্যাচ দিয়েছেন রকিবুল ইসলামের হাতে। ৩৫ বলে সাত চার ও তিন ছক্কায় খেলেন ৬০ রানের দুর্দান্ত এই ইংস। শেষ বলে নিজের চতুর্থ উইকেট শিকার করে দলের জয় নিশ্চিত করেন শহীদুল।
এর আগে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ১৬২ রানে অল আউট হয় ঢাকা মেট্রো। ধারাবাহিক পারফর্ম করেছেন অধিনায়ক নাঈম শেখ। ২৩ বলে খেলেছেন ৪৩ রানের দুর্দান্ত এক ইনিংস। আরেক ওপেনার ইমরানউজ্জামানও খেলেনে ১২ বলে ২১ রানের ইনিংস। এর সাথে শামসুর রহমান শুভর ২৭ ও গাজী তাহজিবের ১৮ বলে ৩১ রানের ক্যামিওতে ১৬০ রান পেরোনো সংগ্রহ পায় ঢাকা মেট্রো। তিন উইকেট নেন রাজশাহীর মোহর শেখ।
সারাবাংলা/জেটি