Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টির বাগড়ায় বন্ধ থাকার পর শুরু তৃতীয় ওয়ানডে

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৪ ০০:৩৭ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ০০:৪০

বৃষ্টিতে বন্ধ আছে বাংলাদেশ-উইন্ডিজ তৃতীয় ওয়ানডে

সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ হারায় এই ম্যাচ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। তবে রান তাড়ায় নামা উইন্ডিজের ইনিংসের ইনিংসের অষ্টম ওভারের খেলা চলাকালীন নামে বৃষ্টি। রোদ ঝলমলে দিন থাকলেও আচমকা নামা এই বৃষ্টিতে ২৫ মিনিট বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে খেলা।

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশের দেয়া ৩২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭.৪ ওভারে তিন উইকেট হারিয়ে ৪৯ রান তুলেছে উইন্ডিজ। ইনিংসের দ্বিতীয় ওভারে নাসুম আহমেদের বলে স্কয়ার লেগ থেকে সিঙ্গেল নিতে গিয়ে অ্যালিক অ্যাথানেজের সাথে ভুল বুঝাবুঝিতে রান আউট হয়েছেন ব্র্যান্ডন কিং। বাঁহাতি অ্যাথানেজ সুইপ করতে গিয়ে বোল্ড হয়েছেন সেই নাসুমের বলেই। ক্যারিবিয়ান অধিনায়ক শেই হোপ স্লিপে সৌম্য সরকারের হাতে ক্যাচ দেন হাসান মাহমুদের বলে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর