Friday 13 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিফা র‍্যাংকিংয়ে ৭ ধাপ এগিয়ে সাফজয়ী সাবিনারা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৪ ১৭:০৮ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১৯:০০

র‍্যাংকিংয়ে উন্নতি বাংলাদেশ নারী ফুটবল দলের

বাংলাদেশ ফুটবলের সাম্প্রতিক সাফল্যের পুরোটাই এসেছে নারী ফুটবল দলের হাত ধরে। টানা দুইবার নারী সাফের শিরোপা জিতেছেন সাবিনা খাতুন-ঋতুপর্ণা চাকমারা। সেই ধারাবাহিক সফলতার পুরস্কার তারা এবার পেলেন ফিফা র‍্যাংকিংয়েও। ফিফার সর্বশেষ হালনাগাদে নারীদের র‍্যাংকিংয়ে ৭ ধাপ এগিয়েছে বাংলাদেশ দল।

আজ (১৩ ডিসেম্বর, শুক্রবার) নারী ফুটবলের নতুন র‍্যাংকিং প্রকাশ করেছে ফিফা।  যেখানে ১৩৯ থেকে ৭ ধাপ এগিয়ে সাবিনারা এখন ১৩২ত অবস্থানে। বর্তমানে তাদের রেটিং পয়েন্ট ১০৯৭.৫৫। ১৩৯ নম্বরে থাকাকালীন বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ১০৭৬.১৮।  মেয়েদের ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের সেরা অবস্থা ১০০-তম।

বিজ্ঞাপন

চার মাস পর প্রকাশিত এই র‍্যাংকিংয়ে প্রাধান্য দেয়া হয়েছে দলীয় পারফরম্যান্সকে। এই সময়ে বিশ্বজুড়ে নারী দলগুলো খেলেছে মোট ১৭৬টি ম্যাচ। চলতি বছর র‍্যাংকিংয়ের শীর্ষে চিল যুক্তরাষ্ট্র। এক ধাপ করে এগিয়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে স্পেন এবং জার্মানি। দুই ধাপ পিছিয়ে ইংল্যান্ড চতুর্থ অবস্থানে। অপরিবর্তিত সুইডেন, আছে পঞ্চম স্থানে।

সারাবাংলা/জেটি

ঋতুপর্ণা চাকমা ফিফা বাংলাদেশ নারী ফুটবল দল সাবিনা খাতুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর