এনসিএল টি-টোয়েন্টি
শেষ ওভারের রোমাঞ্চে শীর্ষে ঢাকা মেট্রো
১৪ ডিসেম্বর ২০২৪ ১৪:৩৪
শেষ ওভারে ম্যাচ জেতা; যেন নিয়ম বানিয়ে ফেলেছে ঢাকা মেট্রো। এনসিএল টি-টোয়েন্টিতে নিজেদের আগের ম্যাচে রাজশাহীকে শেষ ওভারে হারানোর পর আজ খুলনাকেও হারাল একইভাবে। সিলেট একাডেমি মাঠে নুরুল হাসান সোহানদের ১৪৭ রানের লক্ষ্য দিয়ে তাদের ৬ রানে হারিয়ে টানা তিন জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলেন নাঈম শেখরা।
রান তাড়ায় নামা খুলনার জয়ের জন্য শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৮ রানের। শহীদুল ইসলামকে দুই চার মেরে লড়াই জমিয়ে তোলার চেষ্টাও করেন খুলনা রানা-জায়েদ মিলে। কিন্তু শেষ পর্যন্ত দুরত্ব থেকে গেছে ৬ রানের। ইনিংসের শুরুর দিকেও ব্যাটাররা রান পাননি।রকিবুল ইসলাম-আলিস আল ইসলামের স্পিন জাদুতে আনামুল বিজয়, ইমরুল কায়েসের মতো টপ অর্ডার ব্যাটাররা ব্যর্থ।
১৭ বলে ২৯ রানের ইনিংসে চেষ্টা করেছিলেন আজিজুল হাকিম তামিম। কিন্তু ইনিংস আরো বড় করার আগেই তাকে ফিরতে হয় আলিসের বলে আনিসুলের হাতে ক্যাচ দিয়ে। চার ওভারে ২৪ রান দিয়ে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা আলিস, রকিবুল নেন দুই উইকেট। শেষদিকে জিয়াউর রহমান, নাহিদুলরা দুই অংকের ঘরে পৌঁছালেও দলকে জেতানোর মতো ইনিংস খেলতে পারেননি।
টস হেরে ব্যাট করতে নামা ঢাকার সাফল্যের অন্যতম টনিক এই ম্যাচেও ছিল নাঈম শেখ-ইমরানউজ্জামানের ওপেনিং জুটি। দুজন মিলে আজও গড়েছেন পঞ্চাশোর্ধ্ব জুটি। সাত চার, দুই ছক্কায় নাঈম খেলেন ২৮ বলে ৪৬ রানের ইনিংস। এই দুজনের গড়ে দেয়া ভিতের ওপর ভর করে শামসুর রহমান শুভর ১৮ বলে ২৬ রানের ইনিংসে দেড়শো ছোঁয়া দলীয় সংগ্রহ পায় ঢাকা মেট্রো। মেহেদী হাসান রানা নেন তিন উইকেট।
সারাবাংলা/জেটি