Monday 05 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা ডার্বি
দিয়াবাতের গোলে আবাহনীকে হারাল মোহামেডান

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৬

আবাহনীকে ১-০ গোলে হারিয়েছে মোহামেডান

আবাহনী-মোহামেডানের সেই স্বর্ণালি দিন আর নেই। নেই পুরনো সেই ফুটবলীয় জৌলুস। যে ঢাকা ডার্বির জন্য দুইভাগে বিভক্ত ছিল গোটা ফুটবল পাড়া, ঐতিহাসিক সেই দ্বৈরথের খোঁজখবরও লোকজন রাখেন না সেভাবে। তবে আজ (শনিবার, ১৪ ডিসেম্বর) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হলো এই মৌসুমের প্রথম ঢাকা ডার্বিতে। অধিনায়ক সুলেমান দিয়াবাতের একমাত্র গোলে ১-০ তে আবাহনীকে হারাল মোহামেডান।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় রাউন্ডের এই ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে গোলের দেখা পায় মোহামেডান। মাঠের লেফট উইং থেকে হাওয়ায় ভাসানো ক্রস থেকে লাফিয়ে উঠে আবাহনী ডিফেন্ডারকে পরাত করে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন দিয়াবাতে।

বিজ্ঞাপন

১-০ তে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধে খেলায় ফিরতে চায় কোনো বিদেশী ফুটবলারহীন আবাহনী। বিশেষ করে খেলার শেষ দশ মিনিটে তেড়েফুঁড়ে আক্রমণে ওঠে গোল শোধের আপ্রাণ চেষ্টায়ও অবশ্য সফল হয়নি ধানমন্ডির ক্লাবটি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আরমান ফয়সাল শট নিলেও বল চলে যায় পোস্টের বাইরে। এরপর আবার লক্ষ্যভেদ করলেও অফসাইডে বাতিল হয় আবাহনীর সেই গোল। 

সারাবাংলা/জেটি