টি-টোয়েন্টি সিরিজের আগে উইকেট নিয়ে চিন্তিত লিটন
১৫ ডিসেম্বর ২০২৪ ১৪:১৯
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তিনটিতেই হেরে যাওয়া বাংলাদেশ দল স্বাভাবিকভাবেই ব্যাকফুটে। এর মধ্যেই মাঠে গড়াচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি সিরিজের সবকটা ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট ভিনসেন্টে। এই মাঠের পিচ নিয়ে বাড়তি ভাবাচ্ছে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাসকে।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে এই মাঠে তিনটি ম্যাচ খেলে দুটিতে জিতেছিল বাংলাদেশ। যে এক ম্যাচে হারতে হয়েছিল সেটা হেরেই টাইগারদের বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। তিনটি ম্যাচই হয়েছিল লো-স্কোরিং। ব্যাটারদের রান তুলতে নাভিশ্বাস উঠে গেছে।
শুধু বাংলাদেশের কয়েকটা ম্যাচ নয়, বিশ্বকাপে এই মাঠে বড় স্কোর নেই অন্য দলগুলোরও। বোলাররাই পিচে বাড়তি সুবিধা পেয়েছিল। তবে সেই পিচটা এখন আর নেই। বাংলাদেশ সিরিজের আগে সেন্ট ভিনসেন্টের পিচ এখন অনেকটাই ব্যাটিং সহায়ক। টানা তিন ওয়ানডে হারা বাংলাদেশের জন্য বিষয়টা কঠিন বলছেন ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন।
নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মেহেদি হাসান মিরাজ। কিন্তু টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস।
প্রথম টি-টোয়েন্টির আগে লিটন বলেছেন, ‘বিশ্বকাপে যে উইকেট ছিলো আর এখন যে উইকেট আছে তারমধ্যে একটু তফাৎ আছে। গতকাল যখন অনুশীলন করেছি মনে হয়েছে উইকেটটা একইরকম না। তারা হয়ত ভিন্নভাবে বানিয়েছে।’
‘সাধারণত টি-টোয়েন্টি ম্যাচগুলো আমাদের জন্য কঠিনই হয়। যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের হোম গ্রাউন্ডে খেলা হবে, একটু কঠিন হবে। চেষ্টা করব এখান থেকে কীভাবে বের হয়ে আসা যায় এবং আলো একটা সিরিজ খেলার জন্য।’- যোগ করেছেন বাংলাদেশ অধিনায়ক।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আগামীকাল সোমবার সকাল ৬টায়। তার আগে প্রতিকূল আবহাওয়ার জন্য আজ অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দল। তবে দলের প্রায় সবাই খেলার মধ্যেই বলে বিষয়টিতে খুব বেশি সমস্যা হয়তো হবে না।
সারাবাংলা/এসএইচএস