Sunday 15 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিএল টি-টোয়েন্টি
আকবরের ঝড়ো ফিফটিতে শীর্ষে রংপুর

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৪ ১৫:১৮

২৯ বলে ৬৮* রানের ইনিংসে ম্যাচ জিতিয়েছেন আকবর আলী

টানা তিন জয়ের পর চতুর্থ ম্যাচও জিতল রংপুর বিভাগ। চলতি এনসিএল টি-টোয়েন্টিতে রাজশাহীকে হারিয়ে শীর্ষস্থান পুনুরুদ্ধার করলেন আকবর আলীরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহীর দেয়া ১৯০ রানের লক্ষ্য দুই ওভার হাতে রেখে সাত উইকেটে টপকে গেল দলটি। বড় এই জয়ে সবচেয়ে বড় অবদান আকবর আলী আর তানবীর হায়দারের। 

লক্ষ্য তাড়ায় নেমে ৫৪ রানের ওপেনিং জুটি গড়েন তানবীর ও রিজওয়ান। রিজওয়ানের ফিরলে সুবিধা করতে পারেননি তিনে নামা আবদুল্লাহ আল মামুনও। রাজশাহীর বোলারদের শুরুর সাফল্যের গল্প বলতে এতটুকুই। ম্যাচের পরের অংশ লিখেছেন আকবর আর তানবীর মিলে। তৃতীয় উইকেটে দুজন মিলে গড়েছেন ৪৪ বলে ১০৩ রানের জুটি। সমানে চড়াও হয়েছেন দুইজন মিলে প্রতিপক্ষের বোলারদের ওপর। মাত্র ২০ বলে ফিফটি ছুঁয়েছেন আকবর। এই জুটিতে তানবীরের অবদান ২৪ বলে ৪৯।

বিজ্ঞাপন

দলের তৃতীয় ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে তানবীর খেলেন ৪৫ বলে ৭১ রানের ইনিংস। আট চারের সাথে দুটি ছক্কাও মারেন এই ডানহাতি। আকবর মাঠ ছেড়েছেন দলকে জিতিয়ে। চারটি চার ও ছয়টি ছক্কার মারে ২৯ বলে ৬৮ রান অপরাজিত থাকেন তিনি। 

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভার ব্যাট করে আট উইকেটে ১৮৯ রান করে রাজশাহী। আগের ম্যাচে ৮১ রানের ইনিংস খেলা অধিনাইয়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটে আজ বড় ইনিংস আসেনি। আরেক ওপেনার হাবিবুর রহমান খেলেন ১৮ বলে ৩০ রানের ইনিংস। টপ অর্ডার থেকে বড় ইনিংস এসেছে সাব্বির হোসেবের ব্যাট থেকে ৫২ বলে ৭৩ রান করেন তিনি। তার সাথে শেষদিকে ১৫ বলে ৩৮ রানের ক্যামিও খেলেন গোলাম কিবরিয়া। তিন উইকেট নেন আলাউদ্দিন বাবু।  

সারাবাংলা/জেটি

আকবর আলী এনসিএল টি-টোয়েন্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর