Sunday 15 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিএল টি-টোয়েন্টি
ঝড় বইয়ে তামিমের ৯ রানের আক্ষেপ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৪ ১৫:৪৩ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ ২০:১৮

৫৪ বলে ৯১ রানের ইনিংস খেলেছেন তামিম ইকবাল

এনসিএল টি-টোয়েন্টি দিয়ে দীর্ঘ ৭ মাস পর ফিরেছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। তবে ফেরার ম্যাচটা মলিন হলেও ক্রমেই আপন রূপে ফিরছেন তামিম ইকবাল। এক ম্যাচ আগে ঝড়ো ফিফটিতে ম্যাচ সেরা হওয়া চট্টগ্রামের এই বাঁহাতি ওপেনার আজ খেলেছেন ৯১ রানের বিধ্বংসী এক ইনিংস।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বরিশালের বোলারদের ওপর ছড়ি ঘুরিয়ে সেঞ্চুরির দুয়ার থেকে ফিরেছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক। আউট হয়ে মাঠ ছাড়ার সময় তার চোখেমুখেও ছিল সেঞ্চুরি মিসের আক্ষেপ। 

বিজ্ঞাপন

৯ রানের জন্য স্বীকৃত টি-টোয়েন্টিতে নিজের পঞ্চম সেঞ্চুরিতে পৌঁছাতে না পারলেও এই ইনিংসে নিজের আত্মবিশ্বাস খুঁজে পাবেন তামিম নিশ্চিত। দল পেয়েছে ১৮২ রানের বড় সংগ্রহ; যার অর্ধেকই এসেছে তামিমের ব্যাট থেকে। উইকেটে ছিলেন ১৭-তম ওভার পর্যন্ত। মেহেদী হাসানের বলে বোল্ড হওয়ার আগে ৫৪ বলে করেছেন ৯১। সাতটা চারের সাথে মেরেছেন ছয়টা ছক্কাও। এই ম্যাচের আগে শেষ তিন ম্যাচে তামিম যথাক্রমে খেলেছেন ১৩, ৬৫ ও ২১* রানের ইনিংস। 

তিন ম্যাচে দুই জয় আর এক হারে চার পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে তামিমের চট্টগ্রাম। 

সারাবাংলা/জেটি

এনসিএল টি-টোয়েন্টি তামিম ইকবাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর